আবুল হায়াত ও দিলারা জামানের অভিনীত নাটক ‘বেলা ও বিকেল’

একুশে পদকপ্রাপ্ত দুই গুণী ও জীবন্ত কিংবদন্তী শিল্পী দিলারা জামান ও আবুল হায়াতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেলা ও বিকেল’। এতে তারা নাম ভূমিকায় অভিনয় করেছেন—দিলারা জামান বেলার চরিত্রে, আর আবুল হায়াত বিকেলের ভূমিকায়। পাশাপাশি অভিনয় করেছেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর প্রমুখ।

গত ৫ ও ৬ আগস্ট রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজ এবং তার আশেপাশে নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরীফুল ইসলাম শামীম।

আবুল হায়াত বলেন, “মূলত ‘বেলা ও বিকেল’ গল্পকে ঘিরে নাটকটি নির্মিত হয়েছে, যেখানে অন্যান্য চরিত্রেরও গুরুত্ব আছে। দিলারা ভাবীর সঙ্গে অনেক নাটকে কাজ করেছি, কিন্তু হয়তো নাম ভূমিকায় একসঙ্গে কাজ করা এবার প্রথম। এ কারণে এই নাটকে কাজ করে বেশ ভালো লেগেছে। নাটকে নাবিলা ও তানভীরও চমৎকার অভিনয় করেছেন। পরিচালক শামীম নাটকটি যত্নসহকারে তৈরি করেছেন। আশা করি দর্শকরা ভালোবাসবেন।”

দিলারা জামান বলেন, “আমি এখনো সুস্থ ও ভালো আছি, আর নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করতে পারছি, যা আমার জন্য বড় উপহার। বয়স তো কম নয়, তবু নির্মাতারা এখনো আমাকে নিয়ে কাজ করতে চান, এজন্য খুবই খুশি। শরীফুল ইসলাম শামীমের নির্দেশনায় ‘বেলা ও বিকেল’ নাটকে কাজ করে ভালো লাগলো। গল্প সম্পর্কে বেশি বলছি না, প্রচারে এলে দর্শক দেখতে পারবেন। শামীমের মতো নির্মাতা এই সময়ে এমন গল্প নিয়ে কাজ করা সত্যিই চ্যালেঞ্জিং, তার জন্য ধন্যবাদ।”

নাবিলা বিনতে ইসলাম প্রথমবার আবুল হায়াতের সঙ্গে কাজের সুযোগ পেয়ে বলেন, “আগে দিলারা জামান আন্টির সঙ্গে কাজ করেছি, কিন্তু হায়াত আঙ্কেলের সঙ্গে এবারই প্রথম। নাটকের মূল বিষয় হচ্ছে—জীবনের নানা বিশেষ মুহূর্ত যেমন বাবা-মায়ের জন্মদিন বা বিবাহবার্ষিকী পালিত হলেও অনেক সময় তাদেরই মনে হয় তারা এসব উদযাপনের যোগ্য।”

পরিচালক শরীফুল ইসলাম শামীম জানান, শিগগিরই ‘বেলা ও বিকেল’ নাটকটি এনিগমা টিভিতে প্রচার হবে।

আরও দেখুন

এবার ‘আকা’ চরিত্রে ফিরছেন নিশো, সঙ্গে আছেন নাবিলা

নেটিজেনদের মাঝে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে আফরান নিশো ওটিটিতে কাজ করছেন, আর সেই গুঞ্জন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *