ইংরেজি ভাষায় নির্মিত সিনেমা ‘ডট’ মুক্তির অনুমতি পেয়েছে

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে ইংরেজি ভাষায় নির্মিত বাংলাদেশি সিনেমা ‘ডট’। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন বিষয়টি নিশ্চিত করে জানান, শিগগিরই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হবে। সিনেমাটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন।

পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেন, “নারী সংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই সিনেমা। চলচ্চিত্রটি মুক্তির অনুমতি পেয়েছে, এখন দর্শকদের সামনে উপস্থাপনের পালা। শিগগিরই দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘ডট’।”

প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটিকে প্রশংসা করেছেন। বর্তমানে মুক্তির প্রস্তুতি ত্বরান্বিত করা হচ্ছে, যাতে শিগগির দেশ-বিদেশের দর্শকরা নানা মাধ্যমে সিনেমাটি উপভোগ করতে পারেন।

‘ডট’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গ্রুপ থিয়েটারের একজনদল অভিনয়শিল্পী, যার মধ্যে রয়েছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, মাসুদ, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ।

আরও দেখুন

ফোবানা ২০২৫–২০২৬ এর নির্বাহী সদস্য নির্বাচিত হলেন মোহাম্মদ কাজল!

      আমেরিকা বাংলা অনলাইন: আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা কনভেনশন ২০২৫-এ বাংলাদেশি কমিউনিটির সক্রিয় ব্যক্তিত্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *