ইউএনওর বাসভবনে হামলা-ভাঙচুর, ছাত্রদল নেতা গ্রেফতার

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলামের বাসভবনে হামলা ও ভাঙচুর মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

অন্যদিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-২ এর অধিনায়ক মোহাম্মদ আশরাফুল কবীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে আমাদের একটি বিশেষ টিম সদর উপজেলার বনানীর মোড় এলাকা থেকে সুজনকে গ্রেফতার করে।

এদিকে বেলা ১১টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সুনির্দিষ্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সাংগঠনিক পদ থেকে আজাদুর রহমান সুজনকে বহিষ্কার করা হয়।

ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল বলেন, আসামিকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও দেখুন

লুট হওয়া অস্ত্র উদ্ধারে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা

হারিয়ে যাওয়া বা লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে নগদ অর্থ পুরস্কার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *