কাতারে হামলা হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের নির্বাহী আদেশ

বহিঃবিশ্বের কোনো দেশ দ্বারা কাতার আক্রান্ত হলে পাল্টা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এমনই নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট কাতারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করলেন।

বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের সই করা নির্বাহী আদেশে বলা হয়েছে, বহিরাগত আক্রমণ থেকে কাতারের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতি। কাতার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির সন্ধানে যুক্তরাষ্ট্রের একটি ‘অটল মিত্র’ এবং যুক্তরাষ্ট্র ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

নির্বাহী আদেশে বলা হয়, কাতারের রাষ্ট্রের ভূখণ্ড, সার্বভৌমত্ব বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো সশস্ত্র আক্রমণকে যুক্তরাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। এই ধরনের আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং কাতারের স্বার্থ রক্ষা ও শান্তি-স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক এবং প্রয়োজনে সামরিকসহ সকল আইনগত এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় দেশটির একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় ক্ষমা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি।

সোমবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সেখান থেকে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন তারা। ওই ফোনকলে ক্ষমা চান নেতানিয়াহু।

আরও দেখুন

ঘণ্টায় সর্বোচ্চ ৩২ ডলার বেতনে নিউ ইয়র্কে চাকরি

কর্মীদের স্বাস্থ্যবিমা ও বেতনসহ ছুটি ভোগের সুবিধা দেওয়া হবে। রেডিওলজি সহকারী পদে জনবল নিয়োগের জন্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *