খালেদা জিয়ার জন্মদিনে নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সিনিয়র নেতাদের উপস্থিতিতে এ আয়োজন হয়।

দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি বাবা ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান।

এবারও খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটার আয়োজন নেই। ঢাকাসহ সারা দেশে বিএনপির কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দলটি। দোয়া মাহফিলে মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন খালেদা জিয়া স্থায়ীভাবে মুক্তি পান। মুক্তির পর এটি তার দ্বিতীয় জন্মদিন। তবে বিএনপি জানিয়েছে, জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে কোনো আড়ম্বরপূর্ণ কর্মসূচি বা কেক কাটা হবে না।

দলটি ২০১৬ সাল থেকে জন্মদিনে কেক কাটা বন্ধ করে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছে। এর আগে তারা দীর্ঘদিন ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করত।

আরও দেখুন

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি পুতিনের

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *