খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী ও তার সুস্থতা কামনায় আগামী শুক্রবার ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে এদিন বেলা ১১টায় রাজধানীর নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয় বা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের এই মাহফিলগুলোতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তিনি চার বোন ও দুই ভাইয়ের মধ্যে চতুর্থ। বাবা এস্কান্দর মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। যদিও পৈত্রিক নিবাস ফেনীর ফুলগাজী, তার শৈশব ও কৈশোর কেটেছে দিনাজপুরে।

১৯৮১ সালের ৩০ মে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতিতে পা রাখেন খালেদা জিয়া। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া খালেদা ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। ১৯৯১ থেকে ১৯৯৬, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তিন দফা প্রধানমন্ত্রী হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছেন তিনি।

আগে বিএনপি নেতাকর্মীরা ১৫ আগস্ট জন্মদিন ঘটা করে কেক কেটে পালন করতেন। তবে ২০১৬ সাল থেকে তারা দলীয়ভাবে কোনো উদযাপন না করে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে আসছেন।

গত কয়েক বছর খালেদা জিয়া অসুস্থ থাকায় গুলশানের ‘ফিরোজা’ বাসায় চিকিৎসকদের নিবিড় পরিচর্চায় আছেন। সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন না। তবে দুই ঈদে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আরও দেখুন

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি: সচিব

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *