গার্মেন্টস কর্মীর ভূমিকায় অভিনয় করছেন নাজিয়া হক অর্ষা

অভিনয় জগতে জনপ্রিয় এক নাম হয়ে উঠেছেন নাজিয়া হক অর্ষা। এবার তাকে নতুন ধারাবাহিক নাটক ‘খুশবু’তে গার্মেন্টস কর্মী সেতু চরিত্রে দেখা যাবে। রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং চলছে।

নাটকটি দীপ্ত টিভির জন্য নির্মিত এবং পরিচালনা করছেন নাট্যকার ও পরিচালক সাজ্জাদ সুমন। অর্ষা জানান, নাটকের গল্প ও পরিবেশ দুটোই দর্শকের জন্য বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে।

অর্ষা বলেন, ‘গল্পটা খুবই বিশেষ ও গভীর। এর আগে সাজ্জাদ সুমনের সঙ্গে কাজ করেছি, তার ইউনিট পেশাদার ও সুসংগঠিত। ধারাবাহিকে অনেক সময় একদিনে বেশ কিছু দৃশ্য শুট করতে হয়, যা চাপের কারণ হয়। কিন্তু এখানে কাজের পরিবেশ ভিন্ন এবং অনেক আরামদায়ক। নাটকটি তিন মেয়ে চরিত্রের গল্প কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আমার চরিত্র সেতু একজন ফ্লোর কোয়ালিটি ইনচার্জ, যা গার্মেন্টস শিল্পের পরিচিত চরিত্র। এর মাধ্যমে গার্মেন্টস কর্মীদের জীবন খুব কাছ থেকে বুঝতে পারছি, যা আমার জন্য নতুন ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। আশা করছি দর্শক নাটকটিকে ভালোভাবে গ্রহণ করবেন।’

নাজিয়া হক অর্ষা নাটক, সিনেমা ও ওটিটি—এই তিন মাধ্যমেই নিয়মিত কাজ করছেন। তবে তিনি ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলোকে আলাদা করে আকর্ষণীয় মনে করেন। এ বিষয়ে তিনি বলেন, ‘তিন মাধ্যমেই কাজ করতে ভালো লাগে। কিন্তু ওয়েব ফিল্ম বা সিনেমায় চরিত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়া যায়। এসব কাজ অনেক পরিকল্পনা ও সময় নিয়ে হয়, তাই অভিনয়ের পাশাপাশি চিন্তার সুযোগও বেশি পাওয়া যায়। এর মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ পাচ্ছি।’

‘খুশবু’ নাটক গার্মেন্টস শ্রমিকদের বাস্তব জীবনের নানা দিক তুলে ধরবে। তাই এটি শুধু বিনোদন নয়, শিক্ষণীয় বার্তাও বহন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। অর্ষার পাশাপাশি নাটকে অভিনয় করেছেন পরিচিত অভিনেতা আশরাফুল আশীষসহ অনেকে, যারা গল্পে প্রাণ যোগ করেছেন।

আরও দেখুন

চমকে দিলেন সামিরা খান মাহি

আবারও আলোচনার কেন্দ্রে সামিরা খান মাহি, তবে এবার গ্ল্যামার নয়, ভিন্নধর্মী এক চরিত্রে। তাকে মানসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *