আবারও আলোচনার কেন্দ্রে সামিরা খান মাহি, তবে এবার গ্ল্যামার নয়, ভিন্নধর্মী এক চরিত্রে। তাকে মানসিক প্রতিবন্ধী এক তরুণীর ভূমিকায় দেখা যাবে, যার লুক সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
‘বকুল ফুল’ নাটকে মাহি এই চরিত্রে অভিনয় করেছেন। শেয়ার করা কিছু ছবিতে দেখা গেছে তিনি মানসিকভাবে অসুস্থ এক মেয়ের রূপে নিজেকে সম্পূর্ণ ঢেলে দিয়েছেন। দর্শকরা প্রথমে একটু অবাক হলেও পরে তার অভিনয়কে প্রশংসায় ভাসিয়েছেন। কেউ বলেছেন, ‘এটাই মাহির ক্যারিয়ারের সেরা নাটক।’ আবার কেউ তার অভিনয়ের জন্য এখনই পুরস্কার দাবি করেছেন!
মাহি নিজেও এই চরিত্র নিয়ে খুবই আবেগী। তিনি বলেছেন, “এটা আমার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। চরিত্রটি বেশ কঠিন ছিল, কিন্তু এর মাধ্যমে আমি নিজেকে নতুনভাবে চিনেছি। শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও অনেক কিছু শিখেছি। পরিচালক ইমরুল রাফাত ভাইকে অনেক ধন্যবাদ, যিনি আমার ওপর ভরসা রেখেছেন।”
নাটকটি পরিচালনা করেছেন ইমরুল রাফাত, আর মাহির বিপরীতে রয়েছেন আরশ খান। ভক্তরা এখন উন্মুখ হয়ে অপেক্ষা করছেন পুরো গল্প পর্দায় দেখার জন্য।