জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় কেবল মুসলিমদের নাম

পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার
পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার

ডান চরমপন্থী এবং ফ্যাসিবাদী আন্দোলনের উত্থানের প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) দৃষ্টি আকর্ষণ করে ‘ইসলাম ও মুসলমানদের প্রতি বিপজ্জনক কলঙ্কিতকরণ’-এর নিন্দা জানিয়েছে পাকিস্তান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার বলেন, এটা বোধগম্য নয় এবং প্রকৃতপক্ষে অগ্রহণযোগ্য যে, নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় প্রতিটি নামই মুসলিম। অন্যদিকে সন্ত্রাসী এবং সহিংস চরমপন্থীরা নজরদারির বাইরে রয়েছে। তালিকায় কোনও অমুসলিম নেই।

‘সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’ শীর্ষক নিরাপত্তা পরিষদের বৈঠকে পাক রাষ্ট্রদূত নতুন এবং উদীয়মান হুমকি অন্তর্ভুক্ত করতে নিষেধাজ্ঞা ব্যবস্থায় পর্যাপ্ত পরিবর্তন আনার প্রয়োজনীয়তার উপর জোর দেন। পাশাপাশি ‘ইসলাম ও মুসলমানদের প্রতি কলঙ্কিতকরণের অবসান’ ঘটানোর আহ্বান জানান তিনি।

জাতিসংঘে পাক রাষ্ট্রদূত বলেন, আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। বিশ্বের বেশ কয়েকটি দেশ ও অঞ্চলে ডানপন্থী, চরমপন্থী এবং ফ্যাসিবাদী আন্দোলনের উত্থান বেড়েছে, যার ফলে সন্ত্রাসী সহিংসতা দেখা দিয়েছে’’, বলেন ইফতিখার।

‘‘তবুও আমরা অমুসলিমদের কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ হিসেবে দেখছি না বরং প্রায়শই তাদের কর্মকাণ্ডকে সহিংস অপরাধ হিসেবে বর্ণনা করার প্রবণতা দেখতে পাচ্ছি,’’ মন্তব্য করেন পাকিস্তানের রাষ্ট্রদূত।

পাক কূটনীতিক আরও উল্লেখ করেন, বিদ্যমান পরিস্থিতি জাতিসংঘ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষিত অবস্থানের পরিপন্থী যে, সন্ত্রাসবাদ একটি বিশ্বব্যাপী ঘটনা এবং এটি কোনও ধর্ম, জাতীয়তা, সভ্যতা বা জাতিগত গোষ্ঠীর সাথে যুক্ত হতে পারে না এবং করা উচিত নয়।

আরও দেখুন

মাংসখেকো মাছি

মেরিল্যান্ডে মানবদেহে মাংসখেকো মাছি শনাক্ত, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এক ব্যক্তির শরীরে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নামের মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *