নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধে প্রশাসক নিয়োগ

নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনাদি পরিশোধের লক্ষ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফি) অতিরিক্ত মহাপরিদর্শক ও যুগ্মসচিব আরিফ আহমেদ খান প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম শাখা থেকে আরিফ আহমেদ খানকে প্রশাসক পদে নিয়োগ দিয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।দুদক, সজেকা, ঢাকা-১ এর মামলা নং-৩১ (০২) ২০২৫ তথা জিআর নং- ১২২/২০২৫ এর আদেশ নং ১০, তারিখ: ০৭-১০-২০২৫ খ্রিস্টাব্দের পরিপ্রেক্ষিতে সরকার এ নিয়োগ প্রদান করেছে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আরও দেখুন

ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৮ বাংলাদেশির

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৮ অক্টোবর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *