
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-এর বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য পদক্ষেপ নিতে আফগানিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ।
বুধবার কাবুলে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের ইসহাক ডার বৈঠকে যোগ দিতে কাবুল পৌঁছান। তালেবান ক্ষমতা নেওয়ার পর এটিই ওয়াং ই-এর প্রথম আফগানিস্তান সফর।
ত্রিপক্ষীয় বৈঠকের বাইরে আফগান নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। ওয়াং ই আফগান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা আখুন্দকে বলেন, বেইজিং আশা করে তালেবান সরকার চীনের নিরাপত্তা উদ্বেগের প্রতি বিশেষ মনোযোগ দেবে।
অন্যদিকে আফগান ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে ইসহাক দার আফগান ভূখণ্ডে টিটিপি, বিএলএ এবং মজিদ ব্রিগেডের উপস্থিতির বিষয়টি তোলেন।
ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানালেও সন্ত্রাসবিরোধী সহযোগিতা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। ইসহাক দার আফগান মাটিকে ব্যবহার করে পাকিস্তানে বেড়ে চলা সন্ত্রাসী হামলার বিষয়টি উল্লেখ করে বলেন, কাবুলকে অবশ্যই সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে।
যদিও নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন ইসহাক দার, তিনি এবং ওয়াং ই উভয়েই দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তুষ্টি প্রকাশ করেন। সম্প্রতি দুই দেশের কূটনৈতিক প্রতিনিধি পর্যায় উন্নীত করে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্তকেও স্বাগত জানানো হয়।
আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেন, অঞ্চলটিতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। পারস্পরিক আস্থা ও বাস্তব পদক্ষেপের মাধ্যমে এগুলো কাজে লাগানো সম্ভব। তিনি দাবি করেন, আফগানিস্তান এখন তার অর্থনীতিকে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি করেছে এবং দেশটিকে শুধুমাত্র নিরাপত্তা সংকটের দৃষ্টিকোণ থেকে নয়, বরং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে।