আমেরিকা বাংলা ডেস্ক | যুক্তরাষ্ট্র | অক্টোবর ১১, ২০২৫
যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব (U.S. Citizenship) পেতে সাধারণত ইংরেজি ও নাগরিকতা (Civics) পরীক্ষা দিতে হয়। তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই পরীক্ষা থেকে পুরোপুরি বা আংশিক ছাড় দেওয়া হয়। সম্প্রতি মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন দপ্তর (USCIS) এই নিয়মগুলো আবারও পরিষ্কারভাবে জানিয়েছে।
বয়স ও স্থায়ী বসবাসের মেয়াদ অনুযায়ী ছাড়-
যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বৈধ স্থায়ী বাসিন্দা (Green Card holder) হিসেবে বসবাসকারীদের জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে:
- ৫০ বছর বয়স + ২০ বছর গ্রিনকার্ডধারী (50/20 Rule):
এই শ্রেণির আবেদনকারীদের ইংরেজি টেস্ট দিতে হয় না। তবে নাগরিকতা টেস্ট দিতে হয়, এবং তা নিজ মাতৃভাষায় দোভাষীর মাধ্যমে দেওয়া যেতে পারে। - ৫৫ বছর বয়স + ১৫ বছর গ্রিনকার্ডধারী (55/15 Rule):
তারাও ইংরেজি টেস্ট থেকে মুক্তি পান। নাগরিকতা টেস্ট অবশ্যই দিতে হয়, তবে মাতৃভাষায়। - ৬৫ বছর বয়স + ২০ বছর গ্রিনকার্ডধারী (65/20 Special Rule):
এই আবেদনকারীরা সহজ সংস্করণের নাগরিকতা টেস্ট দেন, যেখানে কম প্রশ্ন থাকে এবং সহায়তাও বেশি পাওয়া যায়।
শারীরিক বা মানসিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা-
যদি কারও শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকে যা তাকে ইংরেজি শেখা, পড়া বা নাগরিকতা বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়া থেকে বিরত রাখে, তবে তিনি Form N-648 (Medical Certification for Disability Exceptions) জমা দিতে পারেন।
এই ফর্মটি একজন অনুমোদিত চিকিৎসক পূরণ করবেন এবং এতে উল্লেখ করবেন যে আবেদনকারীর অবস্থা তাকে টেস্ট দিতে অপারগ। এই শ্রেণির আবেদনকারীদের ক্ষেত্রে দুই পরীক্ষাই (ইংরেজি ও নাগরিকতা) থেকে পুরোপুরি মুক্তি দেওয়া হয়।
কেন এই ছাড় দেওয়া হয়-
USCIS জানায়, “বয়সজনিত সীমাবদ্ধতা বা প্রতিবন্ধকতা যেন নাগরিকত্ব অর্জনে বাধা না হয়—এই মানবিক দৃষ্টিকোণ থেকেই এসব ব্যতিক্রম রাখা হয়েছে।”
তবে প্রতিটি ক্ষেত্রে সঠিক নথিপত্র ও যোগ্যতার প্রমাণ জমা দিতে হয়।