পিরোজপুরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কলাখালী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।

শুক্রবার (৩ অক্টোবর) ইউনিয়নের কলাখালী বাজার ও দাউদপুর বাজারে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়। এ সময় জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি।

‎নারীদের উদ্দেশে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ৩১ দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকার বাস্তবায়ন করা হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। 

এ ছাড়া সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে, বেকারত্ব দূর হবে।

‎তিনি আরো বলেন, আমরা কথার রাজনীতি করি না, কাজের রাজনীতিতে বিশ্বাসী।

একটি দল মিথ্যা ভাওতা দিয়ে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। আসলে তাদের কথায় দুনিয়ায়ও কিছু পাওয়া যাবে না, আখিরাতেও কিছু পাওয়া যাবে না। আখিরাত আমাদের নিজেদের গোছাতে হবে, কোনো রাজনৈতিক দল আখিরাত নিশ্চিত করে দিতে পারবে না। 

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের যুগ্ম আহবায় সালমান জাকির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোয়াজ উদ্দিন, জেলা যুবদলের সদস্য মুক্তা শিকদারসহ কলাখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

আরও দেখুন

ইসরায়েলকে ২ হাজার ১৭০ কোটি ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

বাইডেন ও ট্রাম্প প্রশাসনের সময় গত দুই বছরে গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে হামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *