আমেরিকা বাংলা অনলাইন: আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা কনভেনশন ২০২৫-এ বাংলাদেশি কমিউনিটির সক্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ কাজল নির্বাহী সদস্য (Executive Member Organization) হিসেবে নির্বাচিত হয়েছেন। এই দায়িত্ব আগামী দুই বছরের জন্য বহাল থাকবে (২০২৫–২০২৬)।
কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ- নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ কাজল আলহামদুলিল্লাহ জানিয়ে বলেন-
“এই বিজয় আমার একার নয়, এটি আমাদের ঐক্যবদ্ধ কমিউনিটির অর্জন। আপনাদের ভালোবাসা, আস্থা ও অবিচল সমর্থন ছাড়া এটি সম্ভব হতো না।”
তিনি আরও বলেন, “সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আমি কাজ করব, যাতে ফোবানা আরও শক্তিশালী, প্রাণবন্ত ও প্রভাবশালী হয়ে ওঠে। আগামী দিনে এই সংগঠনকে আরও উচ্চতায় নিয়ে যেতে আমি অক্লান্ত পরিশ্রম করে যাব।”
অবশেষে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি বিনীতভাবে আপনাদের অব্যাহত দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, FOBANA (Federation of Bangladeshi Associations in North America) হলো উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশি সংগঠনগুলোর একটি ফেডারেশন। প্রতিবছর FOBANA কনভেনশনে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন, যা কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও নতুন নেতৃত্ব নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।