আমেরিকা বাংলা নিউজ ডেস্ক: ফ্লোরিডায় ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু ঘটানোর অভিযোগে অভিযুক্ত ভারতীয় ট্রাক চালক হারজিন্দর সিং-কে ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডায় ফিরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ—ভুয়া কাগজপত্র ব্যবহার করে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছিলেন এবং সঠিকভাবে ইংরেজি না জানার কারণে রাস্তার সাইনবোর্ড পড়তে না পারায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পটভূমি- ঘটনাটি ঘটে ফ্লোরিডা টার্নপাইকে। ৮০ মাইল গতিতে গাড়ি চালিয়ে সিং হঠাৎ অবৈধভাবে ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করেন। এতে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পরও চালক বেশ শান্ত ছিলেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
রাজনৈতিক সিদ্ধান্ত- এই ঘটনার পরপরই মার্কিন সিনেটর মার্কো রুবিও ঘোষণা দেন, তাৎক্ষণিকভাবে সব বিদেশি কমার্শিয়াল ট্রাক চালকের ভিসা ইস্যু স্থগিত করা হলো।
তিনি বলেন, “আমরা আমেরিকান সড়কে এমন চালক চাই না, যারা ভাষাগত অজ্ঞতা ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের কারণে নিরীহ প্রাণ কেড়ে নিচ্ছে। তাই নতুন ভিসা দেওয়া আপাতত বন্ধ থাকবে।”
দ্বিমুখী প্রতিক্রিয়া – রুবিওর এই ঘোষণায় পরিবহন খাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিল্প বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে ট্রাক চালকের সংকট আরও বাড়তে পারে। অন্যদিকে, অনেকে মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে নিরাপত্তা মান বজায় রাখা সহজ হবে।
হারজিন্দর সিং-এর বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। আদালতের রায়ের অপেক্ষায় আছেন নিহতদের পরিবার এবং গোটা কমিউনিটি। এদিকে, মার্কিন সরকার জানিয়েছে, ভিসা স্থগিতাদেশ সাময়িক হলেও ভবিষ্যতে ট্রাক চালকদের স্ক্রিনিং ও নিরাপত্তা পরীক্ষার নিয়ম আরও কঠোর করা হবে।