বাংলাদেশে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে দেশটিতে একটি বিশ্বাসযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে তারা।

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আইটেম–১০ সাধারণ আলোচনায় ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত ইলিনর স্যান্ডার্স এসব মন্তব্য করেন। তাঁর দেওয়া বিবৃতিটি যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে স্যান্ডার্স বলেন, “আমরা বাংলাদেশ ও জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের মধ্যে চলমান সহযোগিতাকে স্বাগত জানাই এবং তিন বছরের মিশন প্রতিষ্ঠার বিষয়টিকে সাধুবাদ জানাই। আমরা জাতিসংঘের সত্য-অন্বেষী প্রতিবেদনের পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশে ঐকমত্যভিত্তিক সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করি এবং এমন একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক নির্বাচন দেখতে চাই, যা মানবাধিকার রক্ষা করবে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে এবং জনগণের ইচ্ছাকে প্রতিফলিত করবে।”
এ সময় তিনি রোহিঙ্গা শরণার্থীদের অধিকার ও মর্যাদা সুরক্ষারও আহ্বান জানান।
একই বিবৃতিতে স্যান্ডার্স ইয়েমেন, নেপালসহ অন্যান্য দেশেও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ইয়েমেন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের চলাফেরার স্বাধীনতায় বিধিনিষেধ, শিশুবিবাহ ও জোরপূর্বক বিয়ে, যৌন সহিংসতা এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আক্রমণ উদ্বেগজনক। জাতিসংঘ ও মানবিক সহায়তাকর্মীদের নির্বিচার আটক এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।
নেপালের প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক বিক্ষোভে প্রাণহানির ঘটনায় যুক্তরাজ্য গভীর দুঃখ প্রকাশ করছে। তিনি আশা প্রকাশ করেন, নেপালের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে এবং মার্চে নির্ধারিত নির্বাচনের আগে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রূপান্তর নিশ্চিত করবে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।