বিএনপির চাঁদাবাজি ও সহিংসতার–অভিযোগ: কোথায় কী ঘটছে, দল কী বলছে!


ঢাকা । আগস্ট ২০২৫: সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সহিংসতা/ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার, সাজা ও দলীয় শাস্তিমূলক ব্যবস্থার খবর সামনে আসছে। এদিকে বিএনপি বলছে—দল হিসেবে তারা এধরনের ঘটনায় শূন্য সহনশীলতা নীতিতে অটল এবং “চাঁদাবাজ/অপরাধীদের” সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

কোন কোন ঘটনায় পদক্ষেপ হয়েছে

  • টাঙ্গাইল: এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার দুইজন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর তিনজন স্থানীয় বিএনপি নেতা দল থেকে বহিষ্কার হন। (ঢাকা ট্রিবিউন )
  • নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ): চাঁদাবাজির ঘটনায় দুই বিএনপি কর্মীকে ৩০ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত, জানায় পুলিশ।  (ডেইলি ষ্টার )
  • টাঙ্গাইল শহর: চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার, যাদের মধ্যে তিনজন স্থানীয় বিএনপি নেতা—পুলিশের দাবি।  (ডেইলি ষ্টার )
  • সিলেট (কোম্পানীগঞ্জ): সাদা পাথর এলাকায় বৃহৎ আকারে পাথর লুট/অবৈধ উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপি সভাপতিকে সব পদ থেকে সাময়িক বরখাস্ত করে জেলা বিএনপি। (বিসনেস স্ট্যান্ডার্ড )
  • দলীয় ব্যবস্থা (কেন্দ্র): চাঁদাবাজির অভিযোগে একাধিক স্থানীয় নেতার স্থগিত/বরখাস্তের খবর দিয়েছে কয়েকটি দৈনিক। (ডেইলি সান )

গুলশানের আলোচিত চাঁদাবাজি চেষ্টার ভিডিওকে ঘিরে পাল্টাপাল্টি দাবি –

রাজধানীর একটি অভিজাত এলাকায় ৫০ লাখ টাকার চাঁদাবাজি চেষ্টার অভিযোগ নিয়ে ভাইরাল ভিডিওর পর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন; অপরদিকে একজন উপদেষ্টা নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন—এ ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য চলেছে। (ডেইলি ষ্টার )

বিএনপির অবস্থান—‘শূন্য সহনশীলতা’

দলীয় মুখপাত্র রুহুল কবির রিজভীসহ নেতারা বলেছেন, চাঁদাবাজ/অপরাধীদের জায়গা বিএনপিতে নেই; কেউ এমন ঘটনায় জড়ালে আটক করে পুলিশের হাতে দিন—এমন আহ্বানও জানান তিনি। একইসঙ্গে বিভিন্ন ঘটনার দায় রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ওপর চাপানো হচ্ছে বলেও নেতারা অভিযোগ করেছেন। (ফিনান্সিয়াল এক্সপ্রেস)

প্রেক্ষাপট ও বিশ্লেষণ –

  • মাঠপর্যায়ে বিচ্ছিন্নভাবে চাঁদাবাজি–সংক্রান্ত গ্রেপ্তার, স্বীকারোক্তি ও দলীয় শাস্তির একাধিক নজির পাওয়া যাচ্ছে—যা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা–পদক্ষেপ—দুই দিকেই নজর কাড়ছে। (ডেইলি ষ্টার )
  • বিরোধী রাজনৈতিক পরিবেশে সহিংসতা/ভয়ভীতির অভিযোগ নতুন নয়; তবে এসব ঘটনার বিচারিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনেক অভিযোগই অভিযোগমাত্র—এটি মাথায় রাখা জরুরি।
  • দলীয় প্রধান ও শীর্ষ নেতারা প্রকাশ্যে ‘জিরো টলারেন্স’ বার্তা দিচ্ছেন—এটি সংগঠনিক শুদ্ধি অভিযানের ইঙ্গিত হতে পারে, যদিও বাস্তবায়ন নির্ভর করবে মামলাগুলোর তদন্ত–বিচার এবং দলীয় কমিটি–স্তরের নজরদারির উপর। (ফিনান্সিয়াল এক্সপ্রেস)

সংক্ষেপে: সাম্প্রতিক রিপোর্টগুলোতে বিএনপির তৃণমূল স্তরে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে গ্রেপ্তার–শাস্তি–বরখাস্ত—তিন দিকেই পদক্ষেপ দেখা যাচ্ছে; পাশাপাশি বিএনপি নেতৃত্ব বলছে অপরাধে জড়িত যে–কেউ দলের বাইরে, এবং রাজনৈতিক প্রতিপক্ষ ইস্যুটি বাড়িয়ে দেখাচ্ছে।

আরও দেখুন

জেলেনস্কি বললেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ

“যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ”-জেলেনস্কি

মুহাম্মদ সোহেল রানাঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চলমান প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান …