বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রোনালদো

অবশেষে বিয়ের পথে হাঁটছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিনের সঙ্গী, আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকেই বেছে নিয়েছেন জীবনসঙ্গী হিসেবে। ইতোমধ্যেই বাগদান সম্পন্ন হয়েছে, যা নিশ্চিত করেছেন জর্জিনা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে—জর্জিনার বাঁ হাতে ঝলমল করছে হীরার আংটি, যা রাখা তারই আরেকটি হাতের ওপর। ক্যাপশনে লিখেছেন, “আমি রাজি। শুধু এই জীবনে নয়, আমার সব জন্মেই।”

এই পোস্টই প্রমাণ করেছে, আল নাসরের পর্তুগিজ সুপারস্টার তাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এর আগে রোনালদো প্রেমিকার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে বলেছিলেন, “সঠিক সময় এলে আমরা বিয়ে করব।” এক্সক্লুসিভ এনগেজমেন্ট রিং উপহার দিয়ে সেই প্রতিশ্রুতির দিকেই আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি।

যদিও বিয়ের সুনির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। ২০১৬ সালে স্পেনের এক শোরুমে প্রথম দেখা হয় রোনালদো-জর্জিনার। প্রথম দেখাতেই শুরু হয় প্রেম, যা শুরুতে আড়ালে থাকলেও সময়ের সঙ্গে প্রকাশ্যে আসে।

২০১৭ সালের নভেম্বরে রোনালদোর প্রথম সন্তানের মা হন জর্জিনা। ২০২২ সালে আসে তাদের দ্বিতীয় সন্তান। রোনালদোর আগের সন্তানদেরও নিজের সন্তানের মতোই আগলে রেখেছেন তিনি। সুখী এই দম্পতি এবার বিয়ের মাধ্যমে সম্পর্কের আনুষ্ঠানিক পরিসমাপ্তির পথে।

আরও দেখুন

গাজার ক্রীড়াঙ্গন এখন পরিণত হয়েছে ‘ধ্বংসস্তূপের মৃত্যুপুরী’

দুই বছর ধরে ফিলিস্তিনে চলমান ইসরাইলি হামলার ভয়াবহতায় রেহাই পাচ্ছে না কেউ—শিশু, বয়োজ্যেষ্ঠ, এমনকি ক্রীড়াবিদরাও। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *