নিজের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।
মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি নেতা হাবিবুর রহমান ও ফজলুর রহমানের বক্তব্য শিক্ষার্থীদের হতাশ করার জন্য সমালোচনা করে সারজিস আলম বলেন, আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রকৃত প্রতিনিধিত্ব করেন না। দেশের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকলে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, আগের দিনে এ্যানি ভাইরা কারাগার থেকে বুক ফুলিয়ে আদালতে হাজিরা দিতেন, তাদের সাহস আমাদের অনুপ্রেরণা দিত। আর এখন আমি যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে সত্য কথা বলি, আমার নামে ১০ কোটি টাকার মামলা হয়। আমরা স্তব্ধ থাকবো না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা এনসিপি—আমরা অন্যায়ের বিরুদ্ধে ছাড় দেব না।
সারজিস আলম স্মরণ করেন, ডিবি অফিসের গারদে রুহুল কবীর রিজভী, শহীদুল ইসলাম, এ্যানি ও অন্যান্য সাহসী নেতাদের সঙ্গে থাকা স্মৃতি আজও জীবন্ত আছে। সেই দিনগুলোতে আমরা অনেক বেশি সাহস নিয়ে ফিরতাম।