বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি ‘মার্জিন বিধিমালা, ২০২৫’-এর খসড়া অনুমোদন দিয়েছে। এই বিধিমালা শুধুমাত্র ইক্যুয়িটি সিকিউরিটিজ অর্থাৎ ‘এ ক্যাটাগরির সাধারণ শেয়ার’-এ বিনিয়োগের জন্য প্রযোজ্য হবে। এর ফলে স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক কেবল এই শ্রেণীর শেয়ারে মার্জিন লোন দিতে পারবে। তবে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বন্ড বা ডিবেঞ্চারের মতো অন্যান্য সিকিউরিটিজে মার্জিন লোনে বিনিয়োগের অনুমতি দেওয়া হবে না।
মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় ‘মার্জিন বিধিমালা, ২০২৫’ খসড়া প্রস্তাবের পাশাপাশি ‘মার্জিন (সংশোধিত) রুলস, ২০২৫’ খসড়াও গৃহীত হয়েছে, যার ফলে পুরানো ‘মার্জিন রুলস, ১৯৯৯’ বাতিল করা হলো।
বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিধিমালাটি শুধু ইক্যুয়িটি সিকিউরিটিজ অর্থায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিএসইসির পরিচালক আবুল কালাম ‘আমার দেশ’-কে বলেন, “ইক্যুয়িটি সিকিউরিটিজ বলতে মূলত দেশের শেয়ারবাজারে ‘এ ক্যাটাগরির সাধারণ শেয়ার’ বোঝানো হয়। তাই মার্জিন লোনের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের ইউনিট বা অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করা যাবে না।”
এখনও এটি চূড়ান্ত হওয়ার আগে জনমত সংগ্রহের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় বিধিমালাটির খসড়া প্রকাশ করা হবে।