মির্জা ফখরুল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার রাতেই রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় মির্জা ফখরুল তার সঙ্গে সাক্ষাৎ করেন।

জানা গেছে, চোখের ফলোআপ চিকিৎসার জন্য মির্জা ফখরুল আজ বুধবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন। সকালেই থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন। ব্যাংকক সফরের আগে তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা খালেদা জিয়ার স্বাস্থ্যসম্মন্ধীয় খবরখবর নেন। উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য মির্জা ফখরুল ১৩ মে সস্ত্রীক ব্যাংকক গিয়েছিলেন।

আরও দেখুন

ওয়াসার পাঁচ বছরের প্রকল্প শেষ হয়নি এক যুগেও

ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা এতটাই বেড়েছে যে এখন নতুন করে পানি তোলা প্রায় অসম্ভব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *