মেরিল্যান্ডে মানবদেহে মাংসখেকো মাছি শনাক্ত, সতর্কতা জারি

মাংসখেকো মাছি
মাংসখেকো মাছি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এক ব্যক্তির শরীরে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নামের মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি গুয়াতেমালা থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এটি চলতি বছরে যুক্তরাষ্ট্রে স্ক্রুওয়ার্ম শনাক্ত হওয়ার প্রথম ঘটনা। মেরিল্যান্ডে চিকিৎসা নিচ্ছেন এই ব্যক্তি।

ঘটনাটি ঘটে চলতি বছরের আগস্টে, যখন আক্রান্ত ব্যক্তি মেরিল্যান্ডে পৌঁছান। স্ক্রুওয়ার্ম হলো একধরনের পরজীবী মাছি, যা জীবন্ত গবাদিপশু বা উষ্ণ রক্তের প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। ডিম ফোটার পর লার্ভাগুলো ধারালো মুখ ব্যবহার করে প্রাণীর মাংস খেতে থাকে। সময়মতো চিকিৎসা না পেলে আক্রান্ত প্রাণী মারা যেতে পারে। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) এই সংক্রমণ শনাক্ত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের পশুচিকিৎসক বেথ থম্পসন জানিয়েছেন, গত সপ্তাহে তিনি সরাসরি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। গবাদিপশু ও গোমাংস শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট দুই ডজন ব্যক্তিকে ‘বিফ অ্যালায়েন্স’ শিল্পগোষ্ঠীর এক নির্বাহী ই-মেইল করে জানিয়েছিলেন যে গুয়াতেমালা থেকে আসা ব্যক্তি মেরিল্যান্ডে স্ক্রুওয়ার্মে আক্রান্ত হয়েছেন। সিডিসি সরাসরি বিষয়টি খোলাখুলিভাবে প্রকাশ না করলেও, মেরিল্যান্ড অঙ্গরাজ্য সরকারের এক কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্ক্রুওয়ার্মের জীবনচক্র বিপজ্জনক। স্ত্রী মাছি যে ক্ষতে ডিম পাড়ে, সেখানে লার্ভা জন্ম নেয় এবং ধারালো মুখ দিয়ে প্রাণীর মাংস খেতে শুরু করে। গবাদিপশু বা মানুষের জন্য এটি মারাত্মক হতে পারে। সময়মতো চিকিৎসা না হলে প্রাণহানি ঘটতে পারে।

আরও দেখুন

ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার

‘যেখানে সস্তা, সেখান থেকেই তেল কিনব’, যুক্তরাষ্ট্রকে জবাব ভারতীয় রাষ্ট্রদূতের

জ্বালানি তেলের বাণিজ্যে অন্য কারও চোখ খবরদারি বরদাস্ত করবে না ভারত। আমেরিকার সঙ্গে ঠোকাঠুকির মাঝেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *