
আমেরিকা বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে চলমান ফেডারেল সরকার শাটডাউন এখন সরাসরি প্রভাব ফেলছে দেশের নিম্ন আয়ের জনগণের জীবনযাত্রায়। সরকারি তহবিল বন্ধ থাকায় Supplemental Nutrition Assistance Program (SNAP), যা সাধারণভাবে “ফুড স্ট্যাম্প” নামে পরিচিত, বড় ধরনের সংকটে পড়েছে।
ফেডারেল বাজেট স্থগিত থাকার কারণে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে নভেম্বর মাসের ফুড স্ট্যাম্প বিতরণ স্থগিত বা বিলম্বিত করার নির্দেশনা পৌঁছেছে। ইতোমধ্যে অনেক রাজ্য জনগণকে সতর্কবার্তা পাঠিয়েছে— নভেম্বর মাসে নির্ধারিত সময়ে SNAP বেনিফিট পাওয়া নাও যেতে পারে।
মার্কিন কৃষি বিভাগ (USDA) জানিয়েছে, কংগ্রেস নতুন বাজেট অনুমোদন না করায় SNAP প্রোগ্রামের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড়া অন্য কোনো বরাদ্দ নেই। রাজ্যগুলোকে নিজস্ব জরুরি তহবিল থেকে সহায়তা দিতে বলা হয়েছে, কিন্তু সব রাজ্যের পক্ষে তা সম্ভব নয়। ভির্জিনিয়া, আলাবামা, টেক্সাস, ওহাইও, ফ্লোরিডা ও জর্জিয়াসহ প্রায় ২৫টি রাজ্যে ইতোমধ্যে “ইস্যু স্থগিত” বা “পেমেন্ট বিলম্বিত” সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
নিউইয়র্ক রাজ্য এখনো আনুষ্ঠানিকভাবে SNAP বন্ধের ঘোষণা দেয়নি, তবে রাজ্যের সমাজসেবা দপ্তর (NYSDSS) জানিয়েছে, যদি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ফেডারেল বাজেট পুনরায় চালু না হয়, তাহলে নিউইয়র্কেও বেনিফিট বন্ধের ঝুঁকি তৈরি হবে। এতে প্রায় ২.৮ মিলিয়ন নিউইয়র্কবাসী ক্ষতিগ্রস্ত হতে পারেন, যাদের মধ্যে নিম্ন আয়ের পরিবার, একক অভিভাবক ও প্রবীণ নাগরিকরাও রয়েছেন।
ফেডারেল সংকট দীর্ঘায়িত হলে খাদ্য সহায়তা বন্ধের প্রভাব সরাসরি পড়বে জনগণের দৈনন্দিন জীবনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের পরামর্শ দিয়েছে— যাদের SNAP কার্ডে কিছু ব্যালান্স রয়েছে তারা যেন আগাম প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহ করে রাখেন। এছাড়া স্থানীয় ফুড ব্যাংক ও কমিউনিটি সেন্টার থেকে জরুরি সহায়তা নেওয়া এবং রাজ্যভিত্তিক SNAP অফিসের সঙ্গে যোগাযোগ বজায় রাখারও অনুরোধ জানানো হয়েছে।
ফেডারেল তহবিলের অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে লাখো নিম্ন আয়ের পরিবার এখন নতুন এক অনিশ্চয়তার মুখে। বিশেষজ্ঞদের মতে, যদি এই শাটডাউন আরও দীর্ঘায়িত হয়, তবে এটি প্রশাসনিক সংকট ছাড়িয়ে এক মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।