লন্ডন থেকে ‘আশীর্বাদ’ নিয়ে এসেছেন তামিম, দাঁড়াবেন বিসিবি নির্বাচনে

তামিম ইকবাল
তামিম ইকবাল

মাহবুবুল আনাম বিসিবির নির্বাচন করবেন না, এই খবরে সভাপতি হওয়ার দৌড়ের হিসাব-নিকাশ বদলে যাচ্ছে। নির্বাচন অক্টোবরে হওয়ার কথা। মাহবুবুল আনামের সরে যাওয়ার খবরে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম উঠে আসছে। এর বাইরেও রাজনৈতিকভাবে কিছু নাম ঘোরাফেরা করছে। এই সময়ে নির্বাচন করা জটিল হতে পারে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলে অ্যাডহক কমিটি হওয়ার সম্ভাবনা প্রবল।

আর নির্বাচন হলে আবারও আমিনুল ইসলামের সভাপতি হওয়ার সম্ভাবনা বেশি। সেখানে বিসিবিতে যে প্রক্রিয়া মেনে নির্বাচন হয় তার কিছুই মানা হবে না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর বানিয়ে অন্যদের বলা হবে আমিনুলকে সভাপতি করতে। শুরুতে নির্বাচন নিয়ে কিছু না বললেও পরে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন আমিনুল। এসিসির সভা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মন কষাকষিতে আমিনুল বুঝতে পেরেছেন, আইসিসিতে তার চাকরি পাওয়া কঠিন হবে।

মাহবুবুল আনামের নির্বাচন নিয়ে তার এক ঘনিষ্ঠজন যুগান্তরকে বলেন, ‘পরিবার থেকে মনে করা হচ্ছে তার আর বিসিবিতে থাকার প্রয়োজন নেই। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এজন্য তিনি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গায় মানসম্মান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে।’

ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলেও, তিনিও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ক্লাব। অনেক পরিচালকও তাকে সমর্থন করবেন। তিনি অপেক্ষায় আছেন রাজনৈতিক সাড়া পাওয়ার।

তালিকায় রয়েছেন তামিম ইকবালও। একটি সূত্রমতে, লন্ডন থেকে এক রাজনৈতিক নেতার আশীর্বাদ নিয়ে এসেছেন তামিম। দেড় মাস আগে তিনি সেখানে যান।

বিসিবির গঠনতন্ত্রে ১৭১ জন কাউন্সিলরের ৭৬ জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের ২৫ সদস্যের মধ্যে ১২ জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে ১০ জন। ঢাকার অধিকাংশ ক্লাব কয়েকজনের হাতে বন্দি। প্রতি বছর ক্লাব চালাতে তাদের কোটি কোটি টাকা খরচ হয়।

এর আগে দেশের ক্রিকেটের দক্ষ সংগঠক সৈয়দ আশরাফুল হকের নাম শোনা গিয়েছিল। কিন্তু টেস্ট মর্যাদার ২৫ বছর উদযাপনে দাওয়াত না পাওয়ায় অনেকেই বুঝে গেছেন তিনি তালিকায় নেই।

এদিকে একটি বড় অংশের ধারণা, এবার নির্বাচন হবে না। অ্যাডহক কমিটি দিয়েই চলবে কিছুদিন। সূত্রমতে, সেই অ্যাডহক কমিটিতে বর্তমান পরিচালকদের মধ্যে রয়েছেন শুধু ফাহিম সিনহা। বাকিদের কাউকে রাখা হয়নি। এটা টের পেয়েছেন বাকিরা। ফাহিম সিনহার এক ঘনিষ্ঠজন উপদেষ্টা হওয়ায় তাকে রাখা হয়েছে।

আরও দেখুন

ফিক্সিংকাণ্ডে নাম, কী বলছে শাকিব খানের দল

ফিক্সিংকাণ্ডে শাকিব খানের দল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরের স্পট ফিক্সিং নিয়ে স্বাধীন তদন্ত কমিটি এখনো বাংলাদেশ ক্রিকেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *