গাজার শিশুদের জীবন রক্ষার জন্য পোপের প্রতি আবেদন জানিয়েছেন ম্যাডোনা

দেড় বছরের বেশি সময় ধরে ইসরায়েলের হামলায় ব্যাপক মানবিক সংকটে পড়েছে গাজা, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। এই নিষ্পাপ শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপ তারকা ম্যাডোনা। তাই তিনি খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিওকে সরাসরি গাজায় গিয়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই অনুরোধ জানান।

রোমান ক্যাথলিক পরিবেশে বেড়ে ওঠা ম্যাডোনা গত সোমবার পোপ লিওকে উদ্দেশ্য করে লেখেন, “দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হয়ে যাওয়ার আগেই সেই শিশুদের কাছে আলো পৌঁছে দিন।”

একজন মা হিসেবে গাজার শিশুদের যন্ত্রণায় তিনি গভীর মর্মাহত, বলেন, “এই শিশুরা আমাদের সবার। আপনারাই একমাত্র যারা গাজায় প্রবেশে বাধাগ্রস্ত হবেন না। তাদের জীবন বাঁচাতে মানবিক দরজাগুলো সম্পূর্ণ খুলে দিতে হবে।”

তিনি আরও যোগ করেন, “মানবিকতার দরজা এখনই পুরোপুরি খুলে দিতে হবে। সময় শেষ হয়ে আসছে। দয়া করে এই সফর নিশ্চিত করুন।”

পোপ লিও দায়িত্ব নেওয়ার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল বিবৃতি দিয়ে আসছেন। এ কারণেই ম্যাডোনা তাকে বিশেষ আস্থা দিয়ে এই আহ্বান জানিয়েছেন। নিজের সন্তান রক্কো’র জন্মদিন উপলক্ষে ম্যাডোনা লিখেছেন, “আমার সন্তানের জন্মদিনের সেরা উপহার হবে যদি সবাই তাদের অবস্থান থেকে গাজায় (হামাস-ইসরায়েল সংঘর্ষে) পড়ে যাওয়া নিষ্পাপ শিশুদের রক্ষায় এগিয়ে আসে।”

গাজার দীর্ঘদিনের অবরোধের কারণে সেখানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, শিশুরা অনাহার ও অপুষ্টিতে ভুগছে। যদিও সম্প্রতি কিছু মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

আরও দেখুন

ফোবানা ২০২৫–২০২৬ এর নির্বাহী সদস্য নির্বাচিত হলেন মোহাম্মদ কাজল!

      আমেরিকা বাংলা অনলাইন: আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা কনভেনশন ২০২৫-এ বাংলাদেশি কমিউনিটির সক্রিয় ব্যক্তিত্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *