জনপ্রিয় ও গুণী অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মিম চৌধুরী প্রথম অভিনয় করেন ‘ভদ্রলোক’ নাটকে। এরপর তাদের একসঙ্গে অভিনীত নাটকগুলো দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে, যেমন ‘হারামখোর’, ‘প্যানিক হাজব্যান্ড’, ‘বাদী যখন বেগম’, ‘বউ একটা প্যারা’ ইত্যাদি। এবার তারা একই পরিচালকের হাত ধরে দুইটি নতুন ধারাবাহিকে কাজ করেছেন। এই দুটি নাটক নির্মাণ করেছেন শামস করিম। প্রথমটির নাম ‘রঙ্গিলা পুতুল’ এবং দ্বিতীয়টির নাম ‘৭ কিলো ১ গ্রাম’।
মোশাররফ করিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মিম চৌধুরী বলেন, “মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করা মানেই অনেক কিছু শেখার সুযোগ পাওয়া। তার সঙ্গে কাজ করলে অভিনয়ে অনেক নতুন দিক শেখা যায়, বিশেষ করে চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার কলাকৌশল। যত নাটক প্রচার হয়, ততই মনে হয় আরও ভালো করার সুযোগ ছিল। মোশাররফ ভাই অভিনয়ের খুঁটিনাটি নিয়ে খুব সচেতন, আমাদের শেখান এবং গল্পের নানা দিক জানিয়ে সাহায্য করেন। শামস করিম ভাইকে ধন্যবাদ, আমাকে এই দুটি নাটকে মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।”
অন্যদিকে মোশাররফ করিম বলেন, “এই দুটি ধারাবাহিকের গল্প ভিন্ন ভিন্ন প্লটে রচিত। শামস করিম সবসময় যত্ন নিয়ে কাজ করেন। এর আগে আমি তার বন্ধু শামীম জামানের একটি ধারাবাহিকে কাজ করেছি, যেখানে আছেন আমি, শামীম, আখম হাসান, জুঁইসহ আরও অনেকে। নাটকটির প্রচারও শুরু হয়েছে। ‘রঙ্গিলা পুতুল’ এবং ‘৭ কিলো ১ গ্রাম’ শিগগিরই প্রচারে আসবে। মিম এখন অনেক ভালো অভিনয় করছে, তার অভিনয়ের প্রতি ভালোবাসা এবং পরিশ্রম আমি লক্ষ্য করেছি। সে ভবিষ্যতে আরও ভালো করবে। দুই ধারাবাহিকেই মিম ভালো করার চেষ্টা করেছে। আশা করি দর্শকরা এগুলো পছন্দ করবেন।”
‘রঙ্গিলা পুতুল’ নাটকের রচয়িতা মানস পাল এবং ‘৭ কিলো ১ গ্রাম’ নাটকের রচয়িতা জুয়েল এলিন। বর্তমানে দুই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে এবং সম্পাদনার কাজ চলছে। শিগগিরই এগুলো ভিন্ন ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসবে।