ওটিটি প্ল্যাটফর্মে বাংলায় ‘কুরুলুস ওসমান’ সিজন ৬ মুক্তি পাচ্ছে

বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার বাংলায় দেখা যাবে ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম টফি অ্যাপে।

টফি সম্প্রতি একটি চুক্তি করেছে, যার মাধ্যমে সিরিজটির ছয়টি সিজনই বাংলায় ডাব করে স্ট্রিমিং করার সুযোগ মিলবে। এতে কিংবদন্তি যোদ্ধা ওসমান বে’র জীবনকাহিনি বাংলাভাষী দর্শকরা নিজেদের মাতৃভাষায় উপভোগ করতে পারবেন।

‘কুরুলুস ওসমান’ হলো জনপ্রিয় সিরিজ ‘দিরিলিস এরতুগ্রুল’-এর সিক্যুয়েল, যেখানে দেখানো হয়েছে এরতুগ্রুল গাজীর ছেলে ওসমান বে’র উত্থান, মঙ্গোল ও বাইজানটাইন শাসকদের বিরুদ্ধে তার সংগ্রাম এবং উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাহিনি। সীমান্তবর্তী এক ছোট গোত্রের নেতা থেকে শক্তিশালী শাসক হয়ে ওঠার গল্পে রয়েছে যুদ্ধ, কূটনীতি, বিশ্বাসঘাতকতা এবং প্রেমের নানা রঙ।

ওসমান বে’র চরিত্রে অভিনয় করেছেন তুর্কি সুপারস্টার বুরাক ওজচিভিত। এছাড়া সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রাগিপ সাভাশ (দুন্দার বে), ওজগে তোরের (বালা হাতুন), ইয়িলদিরাই শাহিনলার, সেরহাত কিলিচসহ আরও অনেকে।

আরও দেখুন

আটলান্টায় ফোবানা ২০২৫ সফল সমাপ্তি; ২০২৬ সালে আয়োজন লস অ্যাঞ্জেলেসে

আটলান্টা, যুক্তরাষ্ট্র: উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্মেলন ৩৯তম FOBANA Convention ২০২৫ সফলভাবে …