এবার ‘আকা’ চরিত্রে ফিরছেন নিশো, সঙ্গে আছেন নাবিলা

নেটিজেনদের মাঝে অনেকদিন ধরেই গুঞ্জন ছিল যে আফরান নিশো ওটিটিতে কাজ করছেন, আর সেই গুঞ্জন এবার সত্যি হলো। প্রায় তিন বছর পর বড় পর্দার দুইটি হিট সিনেমা উপহার দেওয়ার পর এবার ফিরছেন নিশো, এবার নতুন এক থ্রিলার সিরিজ ‘আকা’ নিয়ে। এই সিরিজে আবারও দেখা যাবে জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদ ও আফরান নিশোর জাদুকরী কেমিস্ট্রি, যা ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে একাধিক কনটেন্টে। সঙ্গে থাকছেন অভিনেত্রী নাবিলা, যার ওটিটিতে এটি প্রথম সিরিজ।

পরিচালক ভিকি জাহেদ জানান, ‘আকা’ তার জন্য একেবারে ইমোশনাল যাত্রা। ‘আমি অনেক থ্রিলার করেছি, কিন্তু প্রথমবার একটি সোশ্যাল থ্রিলার নির্মাণ করছি। ‘আকা’র মাধ্যমে দর্শকদের সাথে এক নতুন এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর ফলাফল বুঝতে পারব।’ তিনি আরও বলেন, ‘নিশো ভাইয়ের সঙ্গে আগেও অনেক কাজ করেছি, কিন্তু সিরিজে প্রথমবার একসাথে কাজ করছি। তার সঙ্গে কাজ সবসময়ই স্পেশাল। আর নাবিলা আপুও খুব সহযোগিতামূলক ছিলেন। ‘আকা’ আমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ।’

এই সিরিজে নাবিলার অভিষেকও ঘটছে। যদিও হইচইয়ের একদম প্রথম দিকের কিছু কনটেন্টে তাকে দেখা গিয়েছিল, এবার ‘আকা’তে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। নাবিলা বললেন, ‘‘আকা’ আমার জন্য বিশেষ। প্রথম সিরিজ হিসেবে এটি পেয়ে আমি খুব খুশি। আশা করছি দর্শক শুধু আমার চরিত্র নয়, পুরো গল্প, আবহ এবং নির্মাণকেও গ্রহণ করবেন।’

ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং সম্পন্ন ‘আকা’ নির্মিত হয়েছে ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশ্রণে। এই সেপ্টেম্বরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।

আরও দেখুন

আটলান্টায় ফোবানা ২০২৫ সফল সমাপ্তি; ২০২৬ সালে আয়োজন লস অ্যাঞ্জেলেসে

আটলান্টা, যুক্তরাষ্ট্র: উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক সম্মেলন ৩৯তম FOBANA Convention ২০২৫ সফলভাবে …