হাবিব ওয়াহিদের নতুন গান ‘জানি না’

গানের জগতে নতুন এক ঢেউ নিয়ে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হাবিব ওয়াহিদ। যদিও এখন তিনি আগের মতো নিয়মিত গান প্রকাশ না করলেও, নিজের ইউটিউব চ্যানেল ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন নতুন সঙ্গীত উপহার দিয়ে যাচ্ছেন।

সেই ধারাবাহিকতায় গত শনিবার (৯ আগস্ট) হাবিবের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল তার সর্বশেষ গান ‘জানি না’। পাশাপাশি এটি স্পটিফাই, স্বাধীন মিউজিকসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে।

গানটি লেখা হয়েছে শ্রাবণের কণ্ঠে, আর সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। গানের মুখরোচক কিছু লাইন —
‘জানি না যে চলে যায়, সেকি ফেরে হায়;
এ হৃদয় তবু কেন তারেই খুঁজে যায়।
জানি না এ হৃদয় কেন ভেঙেচুরে যায়,
যে হারালো তবু কেন তারই দেখা পায়।’

হাবিবের কথায়, “বিরহের গান আগেও গেয়েছি। তবে ‘জানি না’র সংগীতায়োজনে একটু ভিন্নধর্মী চেষ্টা করেছি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

মোটেও দূর নয়, মাত্র দুই সপ্তাহ আগে হাবিব প্রকাশ করেছিলেন ‘দিলা না’ শিরোনামের আরেকটি গান, যা আলী বাকের জিকোর লেখা। সেই গানের সুর, সংগীতায়োজন এবং প্রযোজনাও করেছেন হাবিব নিজেই।

অডিও-ভিডিও গান ছাড়াও নাটক ও সিনেমার প্লেব্যাক ও সঙ্গীত পরিচালনায় ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ‘হৃদয়ের কথা’ নামে একক নাটকে প্লেব্যাক করেছেন, যেখানে ন্যান্সির সঙ্গে দ্বৈত কণ্ঠে গাওয়া তার গান ‘ভালোবাসি শুধু যে তোমারে’ দর্শক-শ্রোতাদের মন জয়ের দিকে এগিয়েছে। এর আগেও প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জংলি’ সিনেমার ‘যদি আলো আসতো’ গানটিতে প্লেব্যাক করে প্রশংসিত হন হাবিব।

আরও দেখুন

চমকে দিলেন সামিরা খান মাহি

আবারও আলোচনার কেন্দ্রে সামিরা খান মাহি, তবে এবার গ্ল্যামার নয়, ভিন্নধর্মী এক চরিত্রে। তাকে মানসিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *