যুক্তরাষ্ট্র থেকে জাহাজ কিনছে বাংলাদেশ, ব্যয় কত কোটি?

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনতে যাচ্ছে। জাহাজ দুটি কিনতে ব্যয় হবে মোট ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।

এই ক্রয় সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা কমিটির বৈঠকে, যা মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

‘দুটি ৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি বাল্ক ক্যারিয়ার জাহাজ অর্জন’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দেয়। এর মধ্যে দুটি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।

সব প্রক্রিয়া শেষে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির সুপারিশে যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি নির্বাচিত হয়েছে সর্বনিম্ন দরদাতারূপে। প্রতিষ্ঠানটি থেকে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা) জাহাজ দুটি কেনা হবে।

রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিজস্ব অর্থায়নে এই ক্রয় সম্পন্ন করবে।

একই দিনে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’ এর অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়।

আরও দেখুন

ওয়াসার পাঁচ বছরের প্রকল্প শেষ হয়নি এক যুগেও

ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা এতটাই বেড়েছে যে এখন নতুন করে পানি তোলা প্রায় অসম্ভব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *