জাতীয় দলের বাইরে আছেন দীর্ঘদিন ধরে। তবে মাঠের ক্রিকেটে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রায়ই আলোচনায় আসেন এক সময়ের নিয়মিত মুখ রুবেল হোসেন। এবার তিনি সরব হয়েছেন সিলেটে পাথর লুটের ঘটনায়।
শেখ হাসিনার সরকারের পতনের পর প্রশাসনের শিথিলতার সুযোগে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় শুরু হয় পাথর লুট। সাম্প্রতিক সময়ে এর মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। লুটপাটের কারণে জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রটি প্রায় পাথরশূন্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ— প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় এই লুট চলছে। বিশেষ করে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাদের নাম বেশি শোনা যাচ্ছে।
গত কয়েকদিনে পাথর লুটের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। সাধারণ মানুষ ও পর্যটকরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এই ধারাবাহিকতায় সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার আহ্বান জানালেন রুবেল হোসেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন— “সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেরাদের থামাও— প্রকৃতি লুট নয়, প্রকৃতি রক্ষা করুন।”