শিক্ষা মন্ত্রণালয় ১২ বিষয়ে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে শিক্ষক-গবেষকদের কাছ থেকে

শিক্ষা খাতে উচ্চতর গবেষণাসহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য গবেষণা প্রস্তাব আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-গবেষকেরা এতে আবেদন করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, গবেষণার জন্য ১১টি ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে— শিক্ষা, কৃষি, জীবন-সম্পর্কিত বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), মৎস্য, ব্যবসায় শিক্ষা, বাংলাদেশ উন্নয়ন অধ্যয়ন, প্রকৌশল ও প্রযুক্তি এবং উন্নয়ন ও জননীতি।

আবেদন করতে পারবেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষক, গবেষক এবং সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরাও। তবে সহায়তা পেতে হলে প্রাথমিকভাবে প্রজেক্ট কনসেপ্ট নোট (পিসিএন) জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলিক ও ফলিত গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মানসম্পন্ন দেশি-বিদেশি জার্নালে প্রকাশনার অভিজ্ঞতা, পূর্ববর্তী গবেষণা সাফল্য, জাতীয় বা আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনা, চলমান গবেষণার মান ও অবকাঠামো সন্তোষজনক হওয়া—এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।

আগ্রহী গবেষকদের আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইটের ‘গবেষণা’ মেনুতে গিয়ে পিসিএন ফরম পূরণ ও জমা দিতে হবে। নির্ধারিত সব তথ্য সঠিকভাবে না দিলে আবেদন বাতিল হবে। এর আগে যারা আবেদন করেছিলেন, তারাও নতুন করে আবেদন করতে পারবেন।

আরও দেখুন

বহুমুখী সংকটে সরকারি চার ইঞ্জিনিয়ারিং কলেজ

দেশের সরকারি চার ইঞ্জিনিয়ারিং কলেজ দীর্ঘদিন ধরে বহুমুখী সংকটে ভুগছে। উন্নত শিক্ষার আশায় মেধাবী শিক্ষার্থীরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *