ট্রাম্প-পুতিন বৈঠকে যুদ্ধবিরতির চুক্তির ‘সম্ভাবনা’ দেখছে না হোয়াইট হাউস

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠক মূলত ‘শোনার সুযোগ’ হিসেবে অনুষ্ঠিত হবে। এতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো চুক্তি দ্রুত হওয়ার সম্ভাবনা কম বলে মঙ্গলবার জানানো হয়।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, “যুদ্ধের সঙ্গে জড়িত পক্ষগুলোর মধ্যে কেবল একটি পক্ষই এই বৈঠকে উপস্থিত থাকবে। তাই প্রেসিডেন্ট সেখানে যাচ্ছেন যাতে তিনি আরও স্পষ্টভাবে এবং গভীরভাবে বুঝতে পারেন কীভাবে এই যুদ্ধের সমাপ্তি আনা সম্ভব।” তিনি আরও বলেন, “এটি প্রেসিডেন্টের জন্য একটি শোনার সুযোগ।”

হোয়াইট হাউস জানায়, আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্প ও পুতিন একান্তে আলোচনা করবেন। ভবিষ্যতে ট্রাম্পের রাশিয়া সফরের সম্ভাবনা রয়েছে। লেভিট বলেন, “সম্ভবত ভবিষ্যতে রাশিয়া সফরের পরিকল্পনা থাকতে পারে।”

তবে বৈঠকের আগে এখনও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু মীমাংসিত হয়নি। ট্রাম্প আগেই বলেছিলেন, তিন বছরের এই রক্তক্ষয়ী সংঘাত শেষ করতে হলে দুই পক্ষকেই কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের সংবিধান অনুযায়ী এমন কোনো চুক্তি নিষিদ্ধ এবং ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়।

পুতিন বৈঠকের আগে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে কী ধরনের আলোচনা চলছে তা নিয়ে মন্তব্য করতে রাজি হননি হোয়াইট হাউস। তবে সোমবার ট্রাম্প বলেছেন, ভবিষ্যতে পুতিনের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকেও আমন্ত্রণ জানানো হতে পারে।

লেভিট বলেন, “প্রেসিডেন্ট সংঘাতে জড়িত সব পক্ষের প্রতি গভীর সম্মান প্রকাশ করেন এবং যারা এই সংঘাতের সমাধানে প্রচেষ্টা চালাচ্ছেন, তাদেরকেও সম্মান করেন।”

আরও দেখুন

নিউইয়র্কে বাংলাদেশি অভিবাসীদের সাফল্য: প্রবাসে নতুন দিগন্তের গল্প!

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রঃ যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্র নিউইয়র্কে দিন দিন বাড়ছে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা। কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস—প্রতিটি এলাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *