
আমেরিকা বাংলা ডেস্কঃ মিনেসোটা অঙ্গরাজ্যে কথিত জালিয়াতি সংক্রান্ত একটি চলমান তদন্তের কারণে ফেডারেল সরকারের কিছু অর্থ ছাড় সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে রাজ্যের কিছু পরিবার শিশু পরিচর্যা (চাইল্ড কেয়ার) সেবা হারানোর ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ABC News।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল তহবিলের অর্থ ছাড় বন্ধ থাকায় কয়েকটি চাইল্ড কেয়ার প্রদানকারী প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে। সময়মতো অর্থ না পাওয়ায় কোথাও শিশু পরিচর্যা সেবা সীমিত করা হচ্ছে, আবার কোথাও সেন্টার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন কর্মজীবী অভিভাবকরা, যারা নিয়মিত চাকরি চালিয়ে যেতে শিশু পরিচর্যা সেবার ওপর নির্ভরশীল। অনেক পরিবার আশঙ্কা করছে, দ্রুত সমাধান না এলে তাদের কাজ ও পারিবারিক জীবনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করতেই সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বলছে, প্রকৃত সেবাভোগী পরিবারগুলো যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য বিকল্প সমাধানের বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
তদন্ত কতদিন চলবে এবং ফেডারেল অর্থ ছাড় কবে পুনরায় শুরু হবে—তা এখনো স্পষ্ট নয়। এদিকে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে মিনেসোটার বহু পরিবার।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।