কমিউনিটির অধিকার ও সমতার পক্ষে লড়াইয়ে মেরি জোবাইদা, জরুরি তহবিল সংগ্রহ শুরু

অ্যাডভোকেট মেরি জোবাইদা

আমেরিকা বাংলা ডেস্ক: প্রথম প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান, দীর্ঘদিনের লং আইল্যান্ড সিটি বাসিন্দা ও পরিচিত কমিউনিটি অ্যাডভোকেট মেরি জোবাইদা ব্যালটে ওঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি নিউ ইয়র্কে সমতা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসছেন।

মেরি জোবাইদা একটি জনসমর্থনভিত্তিক (people-powered) রাজনৈতিক প্রচারণা পরিচালনা করছেন। তাঁর প্রচারণা রিয়েল এস্টেট ডেভেলপার, কর্পোরেট পিএসি কিংবা জীবাশ্ম জ্বালানি খাতের অর্থায়ন গ্রহণ করে না বলে জানানো হয়েছে। সাধারণ মানুষের অংশগ্রহণ ও সহযোগিতাকেই তিনি তাঁর রাজনৈতিক উদ্যোগের মূল শক্তি হিসেবে দেখছেন।

প্রচারণা সংশ্লিষ্ট সূত্র জানায়, মেরি জোবাইদা এখন আনুষ্ঠানিকভাবে ব্যালটে ওঠার প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে রয়েছেন। এই পর্যায়ে প্রচারণা ও ব্যালট-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নিতে জরুরি ভিত্তিতে তহবিল সংগ্রহ শুরু করা হয়েছে।

মেরি জোবাইদার লক্ষ্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক নিউ ইয়র্ক গড়ে তোলা, যেখানে কেবল ধনী বা প্রভাবশালীদের নয়—সব নাগরিকের জন্য সমান সুযোগ, সেবা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

প্রচারণার পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনভাবে কাজ চালিয়ে যেতে কমিউনিটির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগকে এগিয়ে নিতে সাধারণ মানুষের ছোট অনুদান ও সক্রিয় অংশগ্রহণই প্রধান ভরসা।

সংহতি ও আন্দোলনের চেতনায় মেরি জোবাইদার এই প্রচেষ্টা নিউ ইয়র্কের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

আরও দেখুন

চলে গেলেন আটলান্টা বাংলাদেশি কমিউনিটির প্রিয় মুখ দিল বাহার

আটলান্টা, যুক্তরাষ্ট্র | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ আটলান্টার দীর্ঘদিনের বাসিন্দা এবং আল-আমিন সুপারমার্কেট ও রেস্টুরেন্টের …