
আটলান্টা, যুক্তরাষ্ট্র | সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
আটলান্টার দীর্ঘদিনের বাসিন্দা এবং আল-আমিন সুপারমার্কেট ও রেস্টুরেন্টের অন্যতম মালিক দিল বাহার আজ সোমবার (১২ জানুয়ারি ২০২৬) ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুর খবরে আটলান্টার প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুর আগে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এবং ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নিজে কথা বলতে অক্ষম ছিলেন। এ সময় পরিবারের সদস্যদের মাধ্যমে তিনি একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন।
ওই বার্তায় দিল বাহার উল্লেখ করেন, ২০১৩ সাল থেকে তিনি বৃহত্তর আটলান্টা কমিউনিটির সঙ্গে ব্যবসা ও সেবার মাধ্যমে যুক্ত ছিলেন এবং সততা, সম্মান ও আন্তরিকতার সঙ্গে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। জীবনের চলার পথে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকলে কিংবা কারও প্রতি অন্যায় হয়ে থাকলে তিনি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং তাঁর জন্য দোয়া কামনা করেন।
দিল বাহার স্থানীয় কমিউনিটিতে একজন অত্যন্ত সম্মানিত ও প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বন্ধু-স্বজন ও পরিচিতদের কাছে তিনি ছিলেন সদালাপী, সৎ ও বিশ্বাসযোগ্য একজন ব্যক্তি। কমিউনিটির মানুষের প্রয়োজনে তিনি সবসময় আন্তরিকভাবে পাশে দাঁড়াতেন বলে জানান স্থানীয়রা।
তাঁর ইন্তেকালে কমিউনিটিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। যাঁরা তাঁকে কাছ থেকে চিনতেন, তাঁদের কাছে দিল বাহার স্মরণীয় হয়ে থাকবেন একজন ভদ্র, বন্ধুসুলভ ও নির্ভরযোগ্য মানুষ হিসেবে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।