জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন

বাইজিদ ইসলাম স্টাফ রিপোর্টার:  রাজধানীতে জামায়াত নেতা ও মানবিক হোমিও চিকিৎসক ডা. আনোয়ার উল্লাহ এবং শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার রাজধানীর ফার্মগেট এলাকায় আয়োজিত এক বিশাল মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন এই দাবি জানান।

ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদীর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল ফার্মগেট থেকে শুরু হয়ে বিজয় সরণি ও মণিপুরি পাড়া হয়ে তেজগাঁও মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম খান মিলন দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর কোনো পদক্ষেপ নেই। ফলে সাধারণ মানুষ ও প্রার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ডা. আনোয়ার উল্লাহর হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা। হত্যার দুই দিন পার হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া দুঃখজনক।”

তিনি আরও বলেন, “অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার ছাড়া দেশে নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রস্তুত করা সম্ভব নয়। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে।”

মানববন্ধনে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট জিল্লুর রহমান আযমী, অ্যাডভোকেট আবু সাঈদ মন্ডল, নুরুল ইসলাম আকন্দ,আবু জাফর মোহাম্মদ কামাল উদ্দিনছা ত্রনেতা এজাজ আহমেদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ডা. আনোয়ার ও শহীদ ওসমান হাদীসহ সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না এবং রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

 

আরও দেখুন

শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান আ. লীগ নেতার

  ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ …