ওয়াশিংটন, ১২ আগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূতদের উপস্থিতি দিন দিন বাড়ছে এবং তারা এখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমানে দেশটিতে আনুমানিক ৩ লাখের বেশি বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক বাস করছেন, যাদের অধিকাংশই অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে পা রেখেছেন।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৫৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই দ্রুত প্রবৃদ্ধি অভিবাসন প্রবণতা এবং প্রজন্মগত সম্প্রসারণের প্রমাণ দিচ্ছে।
অর্থনৈতিক অবস্থা ও কর্মসংস্থান
বাংলাদেশি-উৎসের মানুষের মাথাপিছু আয় বর্তমানে গড়ে ২৪ হাজার থেকে ২৫ হাজার ডলার। ২০১৫ সালে গড় পারিবারিক আয় ছিল ৪৯,৮০০ ডলার, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫৯,৫০০ ডলারে—এটি একটি ইতিবাচক প্রবৃদ্ধি হলেও এখনো মার্কিন গড় আয়ের নিচে।
দেশজুড়ে বাংলাদেশি উদ্যোক্তারা মুদি দোকান, রেস্তোরাঁ, পোশাক ব্যবসা, ট্যাক্সি সার্ভিস এবং বিভিন্ন ছোট-বড় উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছেন। পাশাপাশি চিকিৎসা, প্রকৌশল, সফটওয়্যার ডেভেলপমেন্ট, শিক্ষাক্ষেত্র ও আর্থিক খাতে বাংলাদেশিদের অংশগ্রহণ ক্রমবর্ধমান।
নিরাপত্তা বাহিনীতে সক্রিয় ভূমিকা
নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (NYPD) বর্তমানে ১,০০০-এর বেশি বাংলাদেশি বংশোদ্ভূত ইউনিফর্মধারী কর্মকর্তা এবং ১,৫০০-এর বেশি বেসামরিক কর্মী কর্মরত আছেন। এ ছাড়া মার্কিন সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাতেও বাংলাদেশিদের উপস্থিতি উল্লেখযোগ্য।
সার্বিক অবদান
বাংলাদেশি বংশোদ্ভূতরা শুধু ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্রেই নয়, ট্যাক্স প্রদান, সম্পদ সৃজন এবং স্থানীয় অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রে প্রবাসী কমিউনিটির ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করছে।
— অনলাইন ডেস্ক