আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি: সচিব

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে ইসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন। বিস্তারিত জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “নির্বাচনের সব তথ্য রোডম্যাপেই পাওয়া যাবে।”

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি এখনও আলোচনাধীন রয়েছে। আলোচনা শেষ হলে গণমাধ্যমকে জানানো হবে।

ইসি সচিব আরও বলেন, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন এসেছে, যা যাচাই-বাছাই চলছে।

এর আগে, গত ৭ আগস্ট সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানান, সভার শুরুতে প্রধান উপদেষ্টা বলেছেন, “৫ আগস্ট আমার প্রথম অধ্যায় শেষ হয়েছে। আজ থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এখন আমাদের মূল কাজ একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।”

আরও দেখুন

ডিভি লটারিতে কেন নেই বাংলাদেশ? জানুন ফিরে আসার সম্ভাবনা কতটা

ডিভি লটারিতে কেন নেই বাংলাদেশ? ফিরে আসার সম্ভাবনা কত?

আমেরিকা বাংলা ডেস্ক: প্রতি বছর যখন যুক্তরাষ্ট্রে ডিভি লটারির ফলাফল বের হয়, তখন হাজারো বাংলাদেশির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *