শারীরিকভাবে অক্ষম কাউকে হজে নেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজের জন্য কেবল শারীরিকভাবে সুস্থ ও সক্ষম ব্যক্তিদেরই নিবন্ধন করতে হবে। শারীরিক সক্ষমতা না থাকলে কাউকে হজে নেওয়া যাবে না।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ের হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এ মেলার উদ্দেশ্য হলো হজ গমনেচ্ছুদের সঙ্গে হজ এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগ স্থাপন।

ধর্ম উপদেষ্টা জানান, অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের হজে নিলে সরকার নানা বিড়ম্বনার মুখে পড়ে। এজন্য সিভিল সার্জনদের নির্দেশনা দেওয়া হয়েছে—যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন বা শারীরিকভাবে অক্ষম, তাদের ফিটনেস সার্টিফিকেট না দিতে। একই সঙ্গে হজ এজেন্সিগুলোকেও অনুরোধ করা হয়েছে এমন ব্যক্তিদের না নিতে।

তিনি বলেন, ২০২৫ সালে সুন্দরভাবে হজ সম্পন্ন করা গেছে এবং ২০২৬ সালের হজের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী হজ হবে আরও উন্নতমানের।

মেলার গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, এর মাধ্যমে হজ এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে মিথস্ক্রিয়া বাড়বে, জনসচেতনতা তৈরি হবে এবং ধর্মপ্রাণ মুসলমানেরা সামর্থ্য অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন।

তিনি আরও জানান, মন্ত্রণালয় ও হাবের মধ্যে কোনো বিরোধ নেই; বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে কাজ চলছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

হজ এজেন্সিগুলোর উদ্দেশে ধর্ম উপদেষ্টা সতর্ক করে বলেন, কেউ যেন হজযাত্রীদের লাগেজে মাদক বা সৌদি আরবে নিষিদ্ধ দ্রব্য বহন না করে এবং ফেরার পথে অবৈধভাবে সোনা আনা থেকেও বিরত থাকে, কারণ এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

তিনি আরও বলেন, হজ নিবন্ধন প্রক্রিয়ায় দালালদের কারণে খরচ বাড়ে ও প্রতারণার ঘটনা ঘটে। তাই হজযাত্রীদের এজেন্সির মালিক বা অনুমোদিত প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানান এবং চুক্তিপত্র সম্পাদন ও প্রশিক্ষণের গুরুত্বের ওপর জোর দেন।

অনুষ্ঠানে উপদেষ্টা হাবের মুখপত্র হজ্জ বার্তা–এর মোড়ক উন্মোচন করেন। তিন দিনব্যাপী এ মেলায় ১৫৪টি স্টলে ধর্ম মন্ত্রণালয়, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো হজ কার্যক্রম ও তথ্যসেবা প্রদর্শন করছে। মেলায় প্রাথমিক নিবন্ধনের সুবিধাও রয়েছে। ১৬ আগস্ট বিকেলে সমাপনী অনুষ্ঠান হবে।

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ঢাকায় সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারী ও হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও দেখুন

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি: সচিব

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি) বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *