বিএনপির চাঁদাবাজি ও সহিংসতার–অভিযোগ: কোথায় কী ঘটছে, দল কী বলছে!


ঢাকা । আগস্ট ২০২৫: সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির স্থানীয় নেতা–কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সহিংসতা/ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার, সাজা ও দলীয় শাস্তিমূলক ব্যবস্থার খবর সামনে আসছে। এদিকে বিএনপি বলছে—দল হিসেবে তারা এধরনের ঘটনায় শূন্য সহনশীলতা নীতিতে অটল এবং “চাঁদাবাজ/অপরাধীদের” সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

কোন কোন ঘটনায় পদক্ষেপ হয়েছে

  • টাঙ্গাইল: এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার দুইজন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর তিনজন স্থানীয় বিএনপি নেতা দল থেকে বহিষ্কার হন। (ঢাকা ট্রিবিউন )
  • নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ): চাঁদাবাজির ঘটনায় দুই বিএনপি কর্মীকে ৩০ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত, জানায় পুলিশ।  (ডেইলি ষ্টার )
  • টাঙ্গাইল শহর: চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার, যাদের মধ্যে তিনজন স্থানীয় বিএনপি নেতা—পুলিশের দাবি।  (ডেইলি ষ্টার )
  • সিলেট (কোম্পানীগঞ্জ): সাদা পাথর এলাকায় বৃহৎ আকারে পাথর লুট/অবৈধ উত্তোলন ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা বিএনপি সভাপতিকে সব পদ থেকে সাময়িক বরখাস্ত করে জেলা বিএনপি। (বিসনেস স্ট্যান্ডার্ড )
  • দলীয় ব্যবস্থা (কেন্দ্র): চাঁদাবাজির অভিযোগে একাধিক স্থানীয় নেতার স্থগিত/বরখাস্তের খবর দিয়েছে কয়েকটি দৈনিক। (ডেইলি সান )

গুলশানের আলোচিত চাঁদাবাজি চেষ্টার ভিডিওকে ঘিরে পাল্টাপাল্টি দাবি –

রাজধানীর একটি অভিজাত এলাকায় ৫০ লাখ টাকার চাঁদাবাজি চেষ্টার অভিযোগ নিয়ে ভাইরাল ভিডিওর পর বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন; অপরদিকে একজন উপদেষ্টা নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন—এ ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য চলেছে। (ডেইলি ষ্টার )

বিএনপির অবস্থান—‘শূন্য সহনশীলতা’

দলীয় মুখপাত্র রুহুল কবির রিজভীসহ নেতারা বলেছেন, চাঁদাবাজ/অপরাধীদের জায়গা বিএনপিতে নেই; কেউ এমন ঘটনায় জড়ালে আটক করে পুলিশের হাতে দিন—এমন আহ্বানও জানান তিনি। একইসঙ্গে বিভিন্ন ঘটনার দায় রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপির ওপর চাপানো হচ্ছে বলেও নেতারা অভিযোগ করেছেন। (ফিনান্সিয়াল এক্সপ্রেস)

প্রেক্ষাপট ও বিশ্লেষণ –

  • মাঠপর্যায়ে বিচ্ছিন্নভাবে চাঁদাবাজি–সংক্রান্ত গ্রেপ্তার, স্বীকারোক্তি ও দলীয় শাস্তির একাধিক নজির পাওয়া যাচ্ছে—যা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা–পদক্ষেপ—দুই দিকেই নজর কাড়ছে। (ডেইলি ষ্টার )
  • বিরোধী রাজনৈতিক পরিবেশে সহিংসতা/ভয়ভীতির অভিযোগ নতুন নয়; তবে এসব ঘটনার বিচারিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনেক অভিযোগই অভিযোগমাত্র—এটি মাথায় রাখা জরুরি।
  • দলীয় প্রধান ও শীর্ষ নেতারা প্রকাশ্যে ‘জিরো টলারেন্স’ বার্তা দিচ্ছেন—এটি সংগঠনিক শুদ্ধি অভিযানের ইঙ্গিত হতে পারে, যদিও বাস্তবায়ন নির্ভর করবে মামলাগুলোর তদন্ত–বিচার এবং দলীয় কমিটি–স্তরের নজরদারির উপর। (ফিনান্সিয়াল এক্সপ্রেস)

সংক্ষেপে: সাম্প্রতিক রিপোর্টগুলোতে বিএনপির তৃণমূল স্তরে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে গ্রেপ্তার–শাস্তি–বরখাস্ত—তিন দিকেই পদক্ষেপ দেখা যাচ্ছে; পাশাপাশি বিএনপি নেতৃত্ব বলছে অপরাধে জড়িত যে–কেউ দলের বাইরে, এবং রাজনৈতিক প্রতিপক্ষ ইস্যুটি বাড়িয়ে দেখাচ্ছে।

আরও দেখুন

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েন: রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট !

ওয়াশিংটন ডিসি, ১৪ আগস্ট ২০২৫: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের টহল শুরু হওয়ায় দেশব্যাপী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *