জুলাইয়ে প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ

জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। মাসজুড়ে কোনো টাকাই খরচ করতে পারেননি প্রকল্প কর্মকর্তারা।

জুলাইয়ে প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ
জুলাইয়ে প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২ মন্ত্রণালয় ও বিভাগ

চলতি অর্থবছরে এসব মন্ত্রণালয় ও বিভাগের ১৩০টি প্রকল্পে প্রায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ আছে। 

আজ সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাইয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই তথ্য উঠে এসেছে।

১২টি মন্ত্রণালয় ও বিভাগ হলো—পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন ও সংসদবিষয়ক সচিবালয়।

কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন এ ১২টি মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ১৯০ কোটি টাকা বরাদ্দ আছে পানিসম্পদ মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ের ৫৯টি প্রকল্পে এসব টাকা বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু জুলাইয়ে কোনো টাকা খরচ করতে পারেননি এই মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ১৪টি প্রকল্পে ৪ হাজার ৮০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সেখানে কোনো টাকা খরচ হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্পে ১ হাজার ২০০ টাকা কোটি টাকা বরাদ্দ রাখা আছে। কিন্তু ফলাফল শূন্য।

জুলাইয়ে এডিপি বাস্তবায়ন ১ শতাংশের কম

গত জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার মাত্র দশমিক ৬৯ শতাংশ, যা গত আট বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি অর্থবছরের জুলাইয়ে সব মিলিয়ে ১ হাজার ৬৪৪ কোটি টাকা খরচ হয়েছে, যা আগের বছরের চেয়ে ১ হাজার ৩০০ কোটি টাকার মতো কম।

চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। ১ হাজার ১৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, ‘জুলাইয়ে ১ শতাংশের কম বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। গতবারের অজুহাত এবার দেওয়া যাবে না।’

আরও দেখুন

ডিভি লটারিতে কেন নেই বাংলাদেশ? জানুন ফিরে আসার সম্ভাবনা কতটা

ডিভি লটারিতে কেন নেই বাংলাদেশ? ফিরে আসার সম্ভাবনা কত?

আমেরিকা বাংলা ডেস্ক: প্রতি বছর যখন যুক্তরাষ্ট্রে ডিভি লটারির ফলাফল বের হয়, তখন হাজারো বাংলাদেশির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *