আমেরিকা বাংলা ডেস্ক: আগামী ২৬ আগস্ট ২০২৫ যুক্তরাষ্ট্রের আটলান্টা, জর্জিয়ায় অনুষ্ঠিতব্য ৩৯তম ফোবানা (Federation of Bangladeshi Associations in North America) কনভেনশনে অনুষ্ঠিত হবে নির্বাচন। এবারের নির্বাচনে এক্সিকিউটিভ মেম্বার অর্গানাইজেশন পদে প্রার্থী হয়েছেন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সংগঠনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ কাজল।
মোহাম্মদ কাজল দীর্ঘদিন ধরে বাংলাদেশি প্রবাসী সমাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি সমাজসেবামূলক কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করে আসছেন। তার বিশ্বাস, ফোবানা হচ্ছে প্রবাসীদের ঐক্যের মঞ্চ, যেখানে একসাথে কাজ করে বাংলাদেশি কমিউনিটিকে আরও শক্তিশালী করা সম্ভব।
তিনি জানান, “আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী বাংলাদেশি আমেরিকান সমাজ গড়ে তুলতে পারব।”
ফোবানা কনভেনশনকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা নিজ নিজ প্রচারণা চালাচ্ছেন এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে ভোটারদের অংশগ্রহণও গুরুত্ব পাচ্ছে।