বার্লিন স্টার্টআপ Tomorrow Bio মৃতদেহ হিমায়িত করে ভবিষ্যতে পুনর্জীবনের আশা

আমেরিকা বাংলা অনলাইন ডেস্ক: বার্লিনভিত্তিক স্টার্টআপ Tomorrow Bio বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাদের উদ্যোগ একেবারেই ব্যতিক্রমী—মৃত মানুষের দেহ হিমায়িত করে রাখা, ভবিষ্যতের চিকিৎসাবিজ্ঞানের উন্নত প্রযুক্তি দিয়ে আবার জীবিত করার আশায়।

এই সেবার জন্য খরচ প্রায় ২০০,০০০ ডলার। মৃত্যুর সঙ্গে সঙ্গেই বিশেষজ্ঞ দল দেহকে ঠাণ্ডা করে সংরক্ষণ করে, যাতে কোনো পচন শুরু না হয়। এজন্য তাদের বিশেষ টিম ২৪ ঘণ্টাই প্রস্তুত থাকে।

কতটা বাস্তবসম্মত এই স্বপ্ন? যদিও এখন পর্যন্ত কোনো মানুষকে ক্রায়োপ্রিজারভেশন থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি, তবুও Tomorrow Bio ইতিমধ্যেই কয়েকজন মানুষ ও পোষা প্রাণীর দেহ সংরক্ষণ করেছে। আরও প্রায় ৭০০ জন ইতিমধ্যেই এই সেবার জন্য নাম নথিভুক্ত করেছেন।

এটি দেখায়, ভবিষ্যতের চিকিৎসাবিজ্ঞানের ওপর মানুষের আস্থা ও কৌতূহল ক্রমেই বাড়ছে।

বিতর্ক ও সমালোচনা

সমালোচকরা বলছেন,

  • মস্তিষ্কের স্থায়ী ক্ষতি,
  • দেহের অঙ্গ-প্রত্যঙ্গের জটিল পরিবর্তন,
  • এবং প্রযুক্তির সীমাবদ্ধতা

—এসব কারণে মৃতদেহ পুনর্জীবিত করা সম্ভব হবে না। তবে Tomorrow Bio-এর প্রতিষ্ঠাতাদের দৃঢ় বিশ্বাস, বায়োটেকনোলজি ও রিজেনারেটিভ মেডিসিন একদিন এই সমস্যাগুলো সমাধান করবে।

মৃত্যু নাকি সাময়িক অবস্থা?

এই উদ্যোগ মানুষের সামনে গভীর প্রশ্ন তোলে—

মৃত্যু কি সত্যিই শেষ? নাকি একদিন তা কেবল সাময়িক অবস্থা হয়ে দাঁড়াবে?

যদি তাই হয়, তবে জীবন ও মৃত্যুর ধারণা একেবারেই বদলে যাবে।

আরও দেখুন

শাপলা না দিলে ধানের শীষ বাদ দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশনের সামনে দুটো পথ খোলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *