রাহুল গান্ধীকে চুমু দিয়ে থাপ্পড় খেলেন সমর্থক

রাহুল গান্ধীর চুম্বনকাণ্ডের দৃশ্য
রাহুল গান্ধীর চুম্বনকাণ্ডের দৃশ্য

বিহারের ‘ভোটার অধিকার যাত্রা’র মাঝেই রাহুল গান্ধীর বাইক থামিয়ে এক যুবক তাকে চুম্বন করেন! রোববার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ওই যুবককে তৎক্ষণাৎ ধরে ফেলেন কংগ্রেস কর্মীরা। সপাটে চড়ও কষানো হয় তার গালে। গোটা ঘটনায় রাহুলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রোববার বিহারের পূর্ণিয়া জেলায় কংগ্রেস সাংসদ রাহুল এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের বাইক র‌্যালির মাঝে ঘটে চুম্বনকাণ্ড। ‘ভোটার অধিকার যাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই র‌্যালির আয়োজন। রোববার সকালে আরারিয়ার রাস্তায় সারি বেঁধে বাইক ছুটছিল। তবে কর্মী-সমর্থকদের ভিড়ে বাইকগুলোর গতি ছিল খুব কম। রাহুল, তেজস্বীদের দেখার জন্য রাস্তার দু’পাশেও ভিড় উপচে পড়েছিল। আচমকা সেই ভিড়ের মধ্যে থেকে এক যুবক ছুটে এসে রাহুলের বাইক থামান। বাইকের গতি কমে গেলে ওই যুবক রাহুলের গালে চুম্বন করেন।

ঘটনাটি এতটাই আকস্মিক ছিল, কিছুটা বিস্মিত হয়ে পড়েন রাহুল। ঘটনার পর পরই কর্মী-সমর্থক এবং রাহুলের নিরাপত্তারক্ষীরা ধরে ফেলেন ওই লাল জামা পরা যুবককে। তার গালে চড় মেরে সরিয়ে দেয়া হয় রাহুলের কাছ থেকে। চুম্বনকাণ্ডের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তবে কিভাবে নিরাপত্তার বেড়াজাল ভেঙে রাহুলের কাছে ওই যুবক পৌঁছোলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ভোট ‘চুরি’ এবং বিহারে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (এসআইআর) নিয়ে বিতর্কের আবহে গত ১৭ আগস্ট থেকে নীতীশ কুমারের রাজ্যে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করছেন লোকসভার বিরোধী দলীয় নেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

পদযাত্রা শুরুর আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিহারের মানুষের ভোট চুরি করতে দেবেন না! পদযাত্রায় শুধু কংগ্রেস নয়, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতানেত্রীরাও যোগ দিচ্ছেন। ১৬ দিন ব্যাপী এই পদযাত্রা ১ সেপ্টেম্বর শেষ হবে পাটনায়। ১,৩০০ কিলোমিটার দীর্ঘ পথ হেঁটে বিহারের মানুষের কাছে এসআইআর নিয়ে বার্তা দেয়ার উদ্দেশেই এই কর্মসূচি। ভোট বিশেষজ্ঞদের মতে, এই কর্মসূচি বিহারের নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার প্রয়াসও বটে।

আরও দেখুন

মাংসখেকো মাছি

মেরিল্যান্ডে মানবদেহে মাংসখেকো মাছি শনাক্ত, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে এক ব্যক্তির শরীরে ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ নামের মাংসখেকো পরজীবী মাছি শনাক্ত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *