
যুক্তরাষ্ট্র থেকে: জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল AmericaBangla.com পুনরায় তাদের সেবা চালু করতে যাচ্ছে। কিছুদিনের জন্য প্রযুক্তিগত উন্নয়ন ও কন্টেন্ট আপডেটের কারণে সাইটটি পরিচালিত হচ্ছিল না। এখন নতুন আঙ্গিকে ও উন্নত ফিচার নিয়ে পোর্টালটি আবার সক্রিয়ভাবে পাঠকদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে।
ওয়েবসাইট কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ে তারা সাইটের গতি, নিরাপত্তা এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে বড় ধরনের উন্নয়ন করেছে। ফলে পাঠকরা আরও দ্রুত ও সহজে খবর পড়তে পারবেন।
AmericaBangla.com যুক্তরাষ্ট্র প্রবাসী এবং বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য খবর, ফিচার, বিনোদন, খেলাধুলা ও মতামত প্রকাশ করে থাকে। সেবা পুনরায় চালুর ফলে তারা আগের তুলনায় আরও সমৃদ্ধ সংবাদ পরিবেশন করতে পারবে বলে আশা করছে।
পাঠকদের জন্য নতুন কিছু সেগমেন্ট এবং ইন্টারেকটিভ কন্টেন্ট যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তাৎক্ষণিক খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থাও আরও জোরদার করা হবে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।
ওয়েলকাম ব্যাক আমেরিকা বাংলা!