ড. ইউনূস: নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকার সংস্কার কার্যক্রম ও নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বুধবার সকালে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।

ড. ইউনূস আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে।

এর আগে, মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। ডিগ্রি গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেন।

আরও দেখুন

ওয়াসার পাঁচ বছরের প্রকল্প শেষ হয়নি এক যুগেও

ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা এতটাই বেড়েছে যে এখন নতুন করে পানি তোলা প্রায় অসম্ভব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *