অক্টোবর থেকে বদলে যাচ্ছে মার্কিন নাগরিকত্বের নিয়ম!

ওয়াশিংটন: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS) ঘোষণা করেছে যে আগামী ২০ অক্টোবর ২০২৫ থেকে নাগরিকত্বের (ন্যাচারালাইজেশন) পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন আসছে। যারা ওই তারিখের পর Form N-400 (ন্যাচারালাইজেশন আবেদন) জমা দেবেন, তাদের জন্য নতুন ২০২৫ সালের নাগরিকত্ব সিভিক্স টেস্ট কার্যকর হবে।

কী কী বদলাচ্ছে

🔹 নতুন সিভিক্স টেস্ট: নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীদের ১২৮টি সম্ভাব্য প্রশ্ন থেকে সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হবে। উত্তীর্ণ হতে হলে কমপক্ষে ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে।

🔹 “গুড মোরাল ক্যারেক্টার” যাচাইয়ে জোর: USCIS জানিয়েছে, নাগরিকত্ব প্রার্থীদের চরিত্র যাচাই এখন আরও বিস্তৃতভাবে করা হবে। এর মধ্যে কিছু ক্ষেত্রে আবেদনকারীর পরিচিতদের সঙ্গে যোগাযোগ করে ব্যাকগ্রাউন্ড যাচাই করা হতে পারে।

🔹 বর্তমান আবেদনকারীরা প্রভাবিত হবেন না: যারা অক্টোবর ২০২৫-এর আগে আবেদন করবেন, তাদের জন্য আগের (২০০৮ সালের) পুরনো সিভিক্স টেস্ট কার্যকর থাকবে।

কেন এই পরিবর্তন

USCIS জানিয়েছে, পরিবর্তনের মূল লক্ষ্য হলো প্রক্রিয়াটিকে আধুনিক ও সহজ করা এবং আবেদনকারীদের আমেরিকান ইতিহাস ও নাগরিক দায়িত্ব সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়া।

আরও দেখুন

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলাকে নিশানা করছে?

মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে মূলত তেল রপ্তানি, মাদক পাচার ও …