
মুহাম্মদ সোহেল রানা, আমেরিকা বাংলা ডেস্কঃ আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধের পর তীব্র প্রতিক্রিয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় নেতা তয়েব আলী শেখ দলটির প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) কুশলী ইউনিয়নের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
তয়েব আলী শেখ ছিলেন কুশলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন: এখন থেকে তিনি নিরপেক্ষভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর টুঙ্গিপাড়া উপজেলায় দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে তয়েব আলী শেখের এই পদত্যাগকে অনেকে দেখছেন একটি প্রতীকী প্রতিবাদ হিসেবে। এ নিয়ে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের মোট ছয়জন নেতা ইতোমধ্যে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
তয়েব আলী শেখের পদত্যাগ শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং এটি স্থানীয় রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন বলেই মনে করছেন বিশ্লেষকরা। গোপালগঞ্জ, যা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে এমন পদত্যাগ দলের জন্য একটি মনস্তাত্ত্বিক ধাক্কা বলেও অনেকে মন্তব্য করছেন।
তয়েব আলী শেখের পদত্যাগ শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি নতুন বাস্তবতার ইঙ্গিত। দলীয় নিষেধাজ্ঞা, রাজনৈতিক অস্থিরতা এবং ব্যক্তিগত অসুস্থতা মিলিয়ে এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।