
মুহাম্মদ সোহেল রানাঃ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ব্লুরিজ পর্বতমালার পাদদেশে অবস্থিত ছোট্ট শহর চার্চভিল। মাত্র ২০০ জনের এই সম্প্রদায় দীর্ঘদিন ধরে একটি ছোট্ট স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত “ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট”কার্যকর হওয়ার পরপরই অগাস্টা মেডিকেল গ্রুপ ঘোষণা দেয় যে তারা চার্চভিলসহ তিনটি গ্রামীণ ক্লিনিক বন্ধ করে দিচ্ছে।
এতে করে শহরের প্রবীণরা আর সহজে হাঁটতে হাঁটতে স্থানীয় চিকিৎসকের কাছে যেতে পারছেন না। ৫৬ বছর বয়সী টেরেসা লিচ জানান, তিনি অ্যাজমায় ভুগছেন এবং নতুন ডাক্তার খুঁজে পেতে ফোন করেছেন। কিন্তু একটি সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করাতেও জানুয়ারির শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি বলেন, “আমি ট্রাম্পকে ভোট দিয়েছিলাম, কিন্তু এখন চিকিৎসা পাওয়া আরও কঠিন হয়ে গেছে।”
অগাস্টা মেডিকেল গ্রুপ জানিয়েছে, নতুন আইনের স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধান তাদের গ্রামীণ ক্লিনিকগুলো চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছে। বিশেষ করে মেডিকেডের ওপর নির্ভরশীল এসব এলাকায় অর্থনৈতিক চাপ বেড়ে গেছে।ডেমোক্র্যাটরা বলছেন, এই ঘটনা প্রমাণ করে যে ট্রাম্পের মেগাবিল স্বাস্থ্যসেবাকে আরও সংকটে ফেলেছে এবং তারা আসন্ন নির্বাচনে এটিকে বড় ইস্যু করতে চান। অন্যদিকে রিপাবলিকানরা দাবি করছেন, বিলটি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে সংস্কার করবে।
গ্রামীণ জনগণকে চিকিৎসার জন্য দূরবর্তী শহরে যেতে হচ্ছে। প্রবীণ ও দীর্ঘমেয়াদি রোগীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।স্বাস্থ্যসেবা এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে পরিণত হয়েছে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।